অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
সিডনি টেস্ট শুরুর আগে করোনা বিধি ভাঙার বিতর্কে জড়ালেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেটার। জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ উঠল দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা, ঋষভ পন্থ-সহ পাঁচজন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। মেলবোর্নের রেস্তেরাঁয় খেতে গিয়ে করোনা নিয়ম ভাঙেন তারা। খবর পেয়েই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে বিসিসিআইয়ের কাছে লিখিত চিঠি পাঠানো হয়। আর পাঁচ ক্রিকেটারকে কোয়ারেন্টাইন করা হয়।
আরও পড়ুনঃ ১৯ ফেব্রুয়ারি হতে পারে ফিরতি ডার্বি
ফলে সিডনি টেস্টে তাঁদের মাঠে নামা নিয়ে ধোঁয়াশা! মেলবোর্নে নভলদীপ সিং নামে এক ভারতীয় ক্রিকেট ভক্ত মেলবোর্নের ক্রিকেটারদের দেখতে পেয়ে একসঙ্গে লাঞ্চ করেন নভলদীপ আবার পন্থের সঙ্গে ছবিও তোলেন। টুইট করে ছবি সহ সেই ক্রিকেটপ্রেমী পোস্ট করতে শোরগোল পড়ে যায়।
আরও পড়ুনঃ মুস্তাক আলি টি-২০’র মুম্বই দলে অর্জুন
অস্ট্রেলিয়া করোনা মুক্ত হলেও কি করে তারা ছবি তোলেন সেটা নিয়ে বিতর্ক শুরু হয়। করোনা সময়ে, ক্রিকেটারদের রেস্তরাঁয় খেতে যাওয়ার অনুমতি থাকলেও, তাঁদের বাইরে খোলা পরিবেশে বসার কথা। এমনকী কোনও সমর্থকের সঙ্গে সেলফি তোলাতেও বারণ রয়েছে। এই পাঁচ ক্রিকেটারকে জরিমানাও হবে বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584