নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
চেলসি ফুটবল ক্লাবের দায়িত্ব থেকে সরে গেলেন রোমান অ্যাব্রামোভিচ। শনিবার রাতে ক্লাবের দায়িত্ব ছাড়ার ঘোষণা করেন অ্যাব্রামোভিচ। অ্যাব্রামোভিচের পরে চেলসির চেয়ারম্যান ব্রুস বাক, মহিলা দলের প্রধান এমা হায়েস, আইনজীবী জন ডেভিন, ফিন্যান্স এর প্রধান পল র্যামোস ও ন্যাশনাল লটারির প্রধান হিউ রবার্টসন এবং পিয়ের পাওয়ার এই ছ’জনের ওপর দায়িত্ব বর্তালো ক্লাবের। অ্যাব্রামোভিচ জানিয়েছেন এরাই ক্লাবের দায়িত্ব নেওয়ার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
অনুমান করা হচ্ছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণেই এই সিদ্ধান্ত। তবে অ্যাব্রামোভিচ সেকথা স্বীকার করেননি এবং তিনি ক্লাব বিক্রি করবেন কিনা সে বিষয়টি নিয়েও মুখ খোলেননি। তবে ক্লাবের দায়িত্ব ছাড়ার ঘোষণা করার পরে তিনি বলেন, “গত ২০ বছর ধরে নিজেকে ক্লাবের অভিভাবক হিসেবে দেখেছি। আমার কাজ ছিল দল কী করে সাফল্য পাবে, তা দেখা। আমি সব সময় ক্লাবের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবের সম্মান রাখা আমার কর্তব্য। সেই কারণেই আমি চেলসি চ্যারিটেবল ফাউন্ডেশনের ট্রাস্টিদের হাতে ক্লাবের দায়িত্ব তুলে দিচ্ছি।”
আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় ২০ শতাংশ FDI-এর ছাড়পত্র দিল কেন্দ্র, LIC’র আইপিও আসার আগে বড় পদক্ষেপ
২০০৩ সাল থেকে চেলসির মালিক ছিলেন অ্যাব্রামোভিচ। রাশিয়া-ইউক্রেন সংঘাত পরবর্তী পরিস্থিতিতে ব্রিটেনে বসবাসকারী রুশ ধনকুবেরদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। সে কারণেই কি তড়িঘড়ি চেলসির দায়িত্ব ট্রাস্টিদের হাতে তুলে দিলেন তিনি!
আরও পড়ুনঃ তিনদিনে ইউক্রেন ছেড়ে পালিয়েছে ১ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584