ঝুঁকির প্রেম নিবেদনে জিতে গেল ভালোবাসা

0
167

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পর্বতের চূড়ায় উঠে হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে প্রেম নিবেদন করেন এক প্রেমিক। সেই প্রস্তাবে রাজি হয়ে ‘হ্যাঁ’ ও বলেন প্রেমিকা। কিন্তু তখনও তাঁরা জানত না যে, তাদের জন্য এত বড় বিপর্যয় অপেক্ষা করছে।

romantic proposal | newsfront.co

প্রস্তাবে যখন প্রেমিকা ‘হ্যাঁ’ বলল ঠিক সেই রোমান্টিক ক্ষণেই ছন্দ পতন। পা পিছলে ওই তরুণী ৬৫০ ফুট নিচে পড়ে যান। তাঁকে ধরতে গিয়ে প্রেমিকও পড়ে যান। গুরুতরভাবে আহত হলেও ভালোবাসার শক্তিতেই যেন প্রাণে বেঁচে গেলেন তাঁরা।

Rescue operation | newsfront.co
উদ্ধার কার্য

ঘটনাটি ঘটেছে ইউরোপের অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চল ক্যারিনথিয়ায়। এটি আল্পস পর্বতমালার পূর্বাঞ্চলে অবস্থিত। সংবাদসূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর ফলকার্ট পর্বতের চূড়ায় ওঠেন ওই প্রেমিক-প্রেমিকা। পরদিন ৩২ বছর বয়সী প্রেমিকাকে প্রেম নিবেদন করেন ২৭ বছর বয়সী প্রেমিক। তখন ওই তরুণী পাহাড়ের একেবারে ধারে দাঁড়িয়ে ছিলেন। প্রেম প্রস্তাব দেওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে। ৬৫০ ফুট ওপর থেকে পড়ে গেলেও বরফের স্তূপ থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান প্রেমিকা।

আরও পড়ুনঃ অবশেষে ভিয়েতনামে সঙ্গী পেল বিপন্ন প্রজাতির চিনের পুরুষ কচ্ছপ

প্রেমিকার পড়ে যাওয়া দেখে প্রেমিক স্থির থাকতে না পেরে পড়ে যাওয়া প্রেমিকাকে ধরার চেষ্টা করেন প্রেমিক। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টে তিনিও পা ফসকে ৫০ ফুট নিচে গিয়ে পড়েন। একজন পথচারী অজ্ঞান অবস্থায় ওই তরুণীকে পড়ে থাকতে দেখে জরুরি সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।

আরও পড়ুনঃ রোমে বর্ষবরণে আতশবাজির দাপটে নির্বিচারে পক্ষী নিধন

সেবা বিভাগের লোকজন এসে দু’ জনকেই উদ্ধার করেন। পর্বতের খাড়া প্রান্ত থেকে হেলিকপ্টারের সাহায্যে প্রেমিককে উদ্ধার করা হয়। ওই প্রেমিক-প্রেমিকাকে উদ্ধারকাজে যুক্ত থাকা একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, দু’জনের ভাগ্য ভালো। এখানে যদি তুষারপাত না হতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। দুইজনেই চিকিৎসাধীন। তরুণের শরীরে আঘাত যথেষ্ট গুরুতর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here