অঞ্জন চট্টোপাধ্যায়, কলকাতাঃ
বার্সেলোনার ভারপ্রাপ্ত সভাপতি কার্লেস তুসকেতস সদ্য বলেছেন, গত মরশুমে লিওনেল মেসিকে বিক্রি করে দিলেই ভালো হত। বার্সেলোনার ভারপ্রাপ্ত সভাপতির মন্তব্যে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে দলের কোচ রোনাল্ড কোমান এই মন্তব্য ভালোভাবে নেননি। তিনি মনে করছেন এই ধরনের মন্তব্য দলের জন্য স্বাস্থ্যকর নয়। দলের ক্ষতি হতে পারে।
কোমান বলেন, “ক্লাবের বাইরের মন্তব্য নিয়ে আমার কোনও আগ্রহ নেই। কিন্তু ক্লাবের ভিতরে কেউ যদি এমন মন্তব্য করেন তাহলে দলের ক্ষতি হতে পারে। ক্লাবের বাইরের ঘটনা আমরা নিয়ন্ত্রন করতে পারি না। কিন্তু ভিতরের বিষয়টা আলাদা।“ একই সঙ্গে তিনি বলেন, “ক্লাবের মেসির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা কিছুই জানি না। ওঁর ভবিষ্যৎ নিয়ে ওই-ই সিদ্ধান্ত নেবে, অন্য কেউ নয়।“
আরও পড়ুনঃ মারাদোনার নামে হবে নাপোলির স্টেডিয়াম
উল্লেখ্য, মরশুম শুরুর আগেই ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে চেয়েছিলেন বার্সার এই কিংবদন্তি ফুটবলার। এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমে জানিয়েছিলেন, নিজের ক্লাব ছাড়ার ইচ্ছের কথা। সেই সময় বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়ে ছিল মেসিকে কেনার জন্য।
আরও পড়ুনঃ কাউকে ছোটো করার উদ্দেশ্য ছিল না, বলছেন ফাউলার
তবে নিজেদের আর্থিক দৈন্যদশার মধ্যেও এই মহাতারকাকে ছাড়তে কোনওভাবেই রাজি হয়নি বার্সা। বরং চুক্তির মারপ্যাঁচে ফেলে তাঁকে আটকে রাখতে পেরেছে। এই ঘটনার জন্য সমালোচনার মুখে সভাপতির পদ ছাড়তে বাধ্য হয়েছিল হোসে মারিয়া বার্তোমিউকে। নির্বাচনের আগে পর্যন্ত তার স্থলাভিষিক্ত হন তুসকেতস।
তিনি মনে করেন, মেসিকে ছেড়ে দেওয়াই উচিত ছিল! তুসকেতস বলেন, “অর্থের কথা চিন্তা করে বলছি, আমি হলে গত গ্রীষ্মেই মেসিকে বিক্রি করে দিতাম। ক্লাবের যে পরিমান অর্থ তাতে বাঁচতো। এর পরিবর্তে অন্য কোনও ভালো ফুটবলার নিয়ে আসতে পারত।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584