ম্যানচেস্টারের হয়ে দ্বিতীয় ইনিংসের প্রথম ম্যাচেই জোড়া গোল রোনাল্ডোর

0
48

স্পোর্টস ডেস্ক, নিউজফ্রন্ট:ছবি সৌজন্য: টুইটার

১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ওল্ড ট্রাফোর্ড মাঠে ফিরলেন  ক্রিস্টিয়ানো রোনাল্ডো।  ম্যাচের প্রথম একাদশে নাম দেখে দর্শকরা উচ্ছসিত হয়ে ওঠেন।  দীর্ঘ ১২ বছর পর পুরোনো দলে ফিরে শুধুমাত্র দলের হয়ে খেলা নয়, জোড়া গোল করলেন এবং দলও জিতল।

শনিবার ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসেলের বিরুদ্ধে  ৪-১ গোলে জয় লাভ করে রেড ডেভিলরা। তাদের এই ম্যাচে সবচেয়ে বড় পাওনা সিআর সেভেনের দুই অর্ধে দুটি অনবদ্য গোল।

শনিবার ওল্ড ট্রাফোর্ড ম্যাচ শুরুর আগে রোনাল্ডো দ্বিতীয়ার্ধে খেলবেন না শুরু থেকে খেলবেন এই প্রশ্নে দ্বিধা বিভক্ত ছিল ম্যান ইউ সমর্থকেরা । কিন্তু ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরুর পূর্বে প্র্যাকটিসে সিআর সেভেনকে দেখে উপস্থিত দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায় এবং কিছুক্ষণ পর প্রথম একাদশে নাম ঘোষণার সঙ্গে সঙ্গে দর্শকরা উচ্ছসিত হয়ে ওঠে।

ম্যাচের প্রথমার্ধে রক্ষণের ভুলে একটু সুযোগ পেয়েও তিনি কল করতে ব্যর্থ হন। প্রথমার্দ্ধে অতিরিক্ত সময়ে গোলকিপারের সেভ করা ফেরত  বলে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধে শুরুতে নিউক্যাসেল হয়ে গোল শোধ করেন ম্যানকুইলো। ম্যাচের ৬১ মিনিটে  বাঁ পায়ে শটে দ্বিতীয়বারের জন্য বল জালে জড়িয়ে দিয়ে দলকে  ২-১ এ এগিয়ে দেন রোনাল্ডো।খেলার ৮০ মিনিটে তৃতীয় গোল- পল পগবার কাছ থেকে  বল পেয়ে ব্রোনো ফার্নান্দো জোরালো শটে গোল করে যান ।অতিরিক্ত সময়ে যোসে লিন গার্ড চতুর্থ গোলটি করেন ।

উল্লেখ্য জেসে লিনগার্ড ও ক্রিস্টিয়ানো রোলান্ডো ১৮ বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমীর ছাত্র ও সতীর্থ । রোনাল্ডো ও জেসে লিনগার্ড আজকের ম্যাচে দুজনেই গোল করে দীর্ঘদিন পর একইরকম উৎসাহ ও সেলিব্রেশনে মেতে ওঠেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here