স্পোর্টস ডেস্কঃ-
মারিও মান্ডুকিচ দুই হাফে দু গোল করে পিছিয়ে পড়া জুভেন্টাসকে ৩-১গোলে জয় এনে দিলেন নাপোলি’র বিরুদ্ধে।যোগ্য সঙ্গ দিলেন পর্তূগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
তিনটি গোলেই তাঁর পায়ের পাশের জাদু অ্যাল্লেগ্ৰি’র টিমকে ৭ম্যাচে ২১ পয়েন্ট এনে দিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে তুলে আনল।
ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে অ্যাল্লেগ্রির দল।দশম মিনিটেই গোল দেন নাপোলির ড্রিস মের্টেন্স।ম্যাচের ২৬তম মিনিটে বাঁ দিক থেকে রোনাল্ডোর বাড়ানো বল ক্রস ডি-বক্সের মুখে পেয়ে হেডে গোল করেন মান্ডুকিচ।ম্যাচের ৪৯তম মিনিটে রোনাল্ডোর বাড়ানো বল গোলকিপারের হাতে লেগে চলে আসে মান্ডুকিচের পায়ে। সেখান থেকেই দ্বিতীয় গোলটি করেন তিনি।ম্যাচের ৭৬তম মিনিটে রোনাল্ডোর হেডের বল জালে পাঠান বোনুচ্চি।(ছবি-সংগৃহীত)
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584