অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
করোনা মুক্ত হলেন রোনাল্ডো। করোনা আক্রান্ত হওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে বিতর্ক তৈরি হয়। দু’বারের টেস্টেই পজিটিভ তাতে অখুশি ছিলেন সি আর সেভেন। নিজেকে বারবার পুরোপুরি সুস্থ বলে দাবি করেছেন পর্তুগিজ সুপারস্টার। ফিরতে চেয়েছেন খেলার মাঠে। অবশেষে শুক্রবার রাতে রোনাল্ডোর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। জুভেন্তাস থেকে তাকে করোনা মুক্ত বলে দাবি করা হয়।
গত ১৩ অক্টোবর পর্তুগালের হয়ে নেশনস লিগের ম্যাচ খেলতে যাওয়ার সময় সিআর সেভেনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। মনে করা হয় যেহেতু জুভে দলের সাপোর্ট স্টাফের করোনা হয় আর রোনাল্ডো নিজেকে আইসোলেট না করে দেশের হয়ে খেলতে চলে যান।
আরও পড়ুনঃ ডার্বিতে চাপে থাকবে বাগান বলছেন লাল হলুদ কোচ
সেখানে গিয়ে রিপোর্ট পজিটিভ হয় আর তারপর থেকে ১৯দিন তুরিনেই নিজের বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন তিনি। এই ১৯ দিনে তিনি জুভেন্তাসের হয়ে ৪টি ম্যাচ খেলতে পারেননি। তার মধ্যে একটি তার প্রতিদ্বন্দ্বি লিওলেন মেসির বিরুদ্ধে পর্তুগালের হয়ে একটি ম্যাচ খেলতে পারেননি।
আরও পড়ুনঃ করোনার সাথে ইয়ার্কি করো না রোনাল্ডোকে বলছেন ইব্রা
আজ ব্যক্তিগত ভাবে অনুশীলন করতে পারবেন তিনি। ফের একবার হবে করোনা পরীক্ষা সেখানে নেগেটিভ এলে তবেই সিরিএ ম্যাচে রবিবার নামতে পারবেন সি আর সেভেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584