শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে আজ বালুরঘাট লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী রনেন বর্মন মনোনয়ন জমা দিলেন।আজ বাদ্য সহযোগে রনেন বাবু আরএসপি অফিস থেকে প্রায় ২ হাজার কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক অফিসে আসেন।তার সাথে উপস্থিত ছিলেন বিমল সরকার,অমর সরকার সহ অন্যান্য বাম নেতৃত্ব।
মনোনয়ন জমা দিয়ে রনেন বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের মানুষের অনেক সমস্যা।কৃষকদের সমস্যা আছে,শ্রমিকদের সমস্যা আছে,ছাত্রযুবদের সমস্যা আছে।এগুলোর যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কোনটাই পালন করেনি।তা আমরা না বলতেই মানুষই আমাদের বলছে।
আরও পড়ুনঃ মনোনয়ন জমা দিতে এসে প্রচার
এগুলোই বিচার করবার দিন এসেছে সেগুলোই আমরা বলছি। এদের সাথে বামপন্থীদের যে ফারাক তা মানুষ কাছ থেকে দেখেছে।সেগুলোই আমরা প্রচার করছি।তিনি আরও বলেন আমি চার চারবারের এখানকার সাংসদ তাই এখানকার সমস্যা গুলি আমার জানা।সেই সমস্যা গুলির সমাধানের চেষ্টা করব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584