গোলাপ ও কাঁটা – স্নিতি ঘোষ
তোমার দুধে-আলতা গালে
আমি কুচকুচে এক আঁচিল।
তোমার হাইহিল জুতোর
তলায় আমি থাকি।
তোমার নরম রঙিন চুলের
পলকা বাতাস আমার অধরা।
তোমার বিলেতি চাহনির
ফোকাসে আমি থাকি না। জানি।
তবু,
আমার শরীর-মনে রোজ তোমার আসা-যাওয়া!
তুমি আমার মেমসাহেব ;
আমি তোমার মাইনে পোষা চাকর ।
হয়না, ওসব হয়না, গরমেলে সব জিনিষ।
ভীষণ রকম বিশ্রী জুটি
ভাবলে চোখে যেন লালবাতি
ঠিক যেন,
লাল গোলাপের নীচে নীলচে হওয়া কাঁটা আমি।
কাছাকাছি থেকেও কত আলাদা, কত দূরে!
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584