স্পোর্টস ডেস্কঃ
কিমার রোচ, জেসন হোল্ডার ও রস্টন চেস ত্রয়ীর সামনে প্রথম টেস্টে আত্মসমর্পণ করল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ পেল রানের পরিপ্রেক্ষিতে দেশের মাটিতে তৃতীয় সর্বোচ্চ জয়।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে কেমার রোচের দুর্ধর্ষ বোলিং(১৭/৫)-এর সামনে ইংল্যান্ড মাত্র ৭৭ রানে গুটিয়ে যায়। কিমার রোচ দখল করেন ৫টি উইকেট। দ্বিতীয় ইনিংসে জেসন হোল্ডার ছিলেন একাই ২০০! তাঁর অপরাজিত ২০২ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দেয় ৬ উইকেটে ৩১৫ রানে। শেষ ইনিংসে জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রস্টন চেসের অফ স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করে ইংল্যান্ড। তিনি একাই দখল করেন ৮ উইকেট। ২৪৬ রানে গুটিয়ে যায় তারা, ওয়েস্ট ইন্ডিজ লাভ করে ৩৮১ রানে। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০২ রানের সুবাদে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584