নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
‘রোটারি ক্লাব অফ কলকাতা, আরবান’ এবং ‘ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল’- এর যৌথ উদ্যোগে ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলে বিনামূল্যে কোভিড-১৯ বিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়।
কর্মকাণ্ডের অন্যতম উপদেষ্ঠা অভিনেতা-পরিচালক তথা ‘রোটারি ক্লাব অফ কলকাতা, আরবান’-এর ক্লাব প্রেসিডেন্ট অরিন্দম শীল। হাজির ছিলেন দেবলীনা কুমার, পরমব্রত চ্যাটার্জি, সৌরসেনী মৈত্র, ডিস্ট্রিক্ট গভর্নর সুদীপ মুখার্জি, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট প্রবীর চ্যাটার্জি সহ আরও অনেকে৷
এদিন ভ্যাকসিন নিতে আসেন অনেক মানুষ৷ দূরত্ব সহ সব রকমের সামাজিক ব্যাধি মেনে ভ্যাকসিন প্রদানের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া হয় এদিন। প্রদীপ জ্বালিয়ে কর্মকাণ্ডের শুভ সূচণা করা হয়। এহেন পরিপাটি সামাজিক উদ্যোগকে স্যালুট জানাতেই হয়।
আরও পড়ুনঃ “পরীক্ষা-টরীক্ষা বাতিল এ বার পুরভোটের দিনক্ষণ ঠিক হোক”- অনির্বাণ ভট্টাচার্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584