আন্দোলনরত কৃষকদের জন্য দিল্লি-সিংঘু সীমান্তে বসানো হল রুটি মেশিন

0
66

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আন্দোলনরত কৃষকদের জন্য দিল্লি ও সিংঘু সীমান্তে বসানো হল রুটি মেশিন। ঘন্টায় যা দু’হাজার রুটি বানিয়ে দেবে। নয়া কৃষি বিল প্রত্যাহারের দাবিতে হাজার হাজার কৃষক এই আন্দোলন করছেন। সরকার তাঁদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে সাফ জানিয়েও দিয়েছে কিসান সংগঠন।

Roti machine for farmers | newsfront.co

আজ পনেরো দিনের উপর হল কৃষকরা দিল্লি সীমান্তে তাঁবু খাটিয়ে রয়েছেন। শীতের মরসুমে এই আন্দোলনরত কৃষকদের মুখে দু’টো গরম রুটি তুলে দেওয়ার জন্যই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। সাধারণত মেশিনগুলি প্রসাদ বানানোর জন্য অমৃতসরের স্বর্ণমন্দির ও গুরুদ্বার গুলিতে ব্যবহার করা হয়।

আরও পড়ুনঃ ‘বিজেপির নেতাদের গাড়ির উপর আক্রমণ সাজানো ঘটনা হতে পারে’, মন্তব্য ব্রাত্য বসুর

এই মেশিনে রুটি কীভাবে বানানো হচ্ছে, সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে এই মেশিনে রুটি তৈরির ভাইরাল ভিডিয়ো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here