ভোটের ভয় দূর করতে জিতপুরে রুটমার্চ জেলা প্রশাসনের

0
50

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ডোমকল জিতপুর নতুনপাড়া এলাকা পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলা শাসক ও পুলিশ সুপার। সেই সঙ্গে মানুষের মনে নির্বাচন বিষয়ে আতঙ্ক কাটাতে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশ।

Route March | newsfront.co
রুটমার্চ। নিজস্ব চিত্র

মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ ডোমকলের ওই এলাকার ভোট গ্রহণ কেন্দ্রও পরিদর্শন করেন জেলাশাসক সরোদ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার কে শবরী রাজকুমার, ডোমকলের এসডিও রাজীব মন্ডল, এসডিপিও মহম্মদ ফারুক চৌধুরি, ডোমকল আইসি শৈলেন্দ্রনাথ বিশ্বাস সহ অনেকে।

জেলা শাসক জানান “নির্বাচন কমিশনের নির্দেশে সন্ত্রাস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করে সেখানে সিআরপিএফ ও পুলিশ দিয়ে রুটমার্চ করানো হল।” এদিন এলাকা ঘুরে স্থানীয় মানুষের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করেন জেলা শাসক।

আরও পড়ুনঃ নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ তৃণমূল প্রার্থী পাসাং লামার অনুগামীদের বিরুদ্ধে

জানাযায় ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের দিন জিতপুর নতুনপাড়ার বুথের বাইরে বোমাবাজীতে মৃত্যু হয়েছিল তহিদুল ইসলাম নামে এক ব্যক্তির। তারপর থেকে প্রতিটা নির্বাচনেই ওই এলাকায় পুলিশ প্রশাসনের পৃথক নজর থাকে।

আরও পড়ুনঃ স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে নিহত ৯

আসন্ন নির্বাচনেও যাতে কোনও গন্ডোগোল না হয় তারজন্য গোটা রাজ্যের মত মুর্শিদাবাদের ডোমকলের জিতপুর এলাকার বিভিন্ন বুথ দেখার জন্য মঙ্গলবার এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here