নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
লোকসভা ভোট সামনে আসতে গতবারের নির্বাচনের কিছু ত্রুটি হাতে নিয়ে এলাকায় ভোটারদের সাথে আলাপ আলোচনা সহ রুটমার্চ করল নারায়নগড়ের ব্লক নির্বাচন আধিকারিক।

নারায়ণগড় পুলিশ ফোর্সকে নিয়ে নারায়ণগড়ের পাকুড়সেনুর তেঁতুলিয়া,ভুমজান সহ বেশ কিছু জায়গায় টহল দিলেন তিনি।ভোট পূর্ববর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের মনোবল আনতে এবং যাতে অপ্রত্যাশিত ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য এলাকা পরিদর্শন করেন।পাকুড়সেনির বিভিন্ন জায়গা দিয়ে শুরু হয় রুটমার্চ।

সিআরপিএফ বাহিনীর আগে ভোট পরিস্থিতি ঠিক রাখতে অভিনব উদ্যোগ ব্লক নির্বাচন আধিকারিক ও পুলিশের।নারায়ণগড়ের ব্লক নির্বাচন আধিকারিক বিশ্বজিৎ ঘোষ জানান-“গত ভোটে কিছু কিছু জায়গায় কিছু খারাপ ঘটনা চোখে আসে।সেই ভোটের রিপোর্টের মাধ্যমে এলাকায় পরিদর্শন করা হয়।এলাকায় রুটমার্চের পাশাপাশি ভোটারদের বোঝানো হয় তারা যেন কোন ভাবে ভয় না পান কিংবা নিশ্চিতভাবে ভোট দিতে পারেন।”
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু রায়গঞ্জে

তবে ভোটের আগে এলাকায় রুটমার্চ হওয়াতে খুশি সাধারন মানুষ।তাদের বক্তব্য এলাকায় বিডিও থেকে পুলিশ আসায় আগামী সপ্তদশ লোকসভা নির্বাচনে এলাকায় কোন সমস্যা তৈরী হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584