নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই বিধানসভা নির্বাচনের আগে হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায় আধা সামরিক বাহিনীর জওয়ানদের রুটমার্চ শুরু হল ।
হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দনা মোড় থেকে কাকিহার বুথ সহ বিভিন্ন এলাকায় আধা সামরিক বাহিনীকে রুটমার্চ করতে দেখা যায়। এদিনের এই রুট মার্চে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও পূজা দেবনাথ , হরিরামপুর থানার আইসি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্তা ও প্রশাসনিক অধিকারিকবৃন্দ ।
প্রশাসনিক আধিকারিকরা আগামী বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং এলাকার সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে আশ্বস্ত করেন ।
আরও পড়ুনঃ মূর্তিতে দৃষ্টিহীনদের প্রকৃতিপাঠ শিবির, স্পর্শে পরিচিত হাতি
কোন রাজনৈতিক দলের দ্বারা ভোটাররা যাতে কোনো ভাবে প্রভাবিত না হয় সেই বিষয় নিয়েও এলাকার ভোটারদের সাথে কথা বলা এবং সুষ্ঠ ভাবে ভোটদান করার জন্য আহ্বান জানানো হয় । বিডিও ও আই সি সহ প্রশাসনিক আধিকারিকদের মতামত পেয়ে খুশি সাধারণ মানুষজন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584