নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
হারের ধারা অব্যাহত মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। এবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর কাছে পরাস্ত হল মাহি ব্রিগেড। এদিন প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু। অনেক দিন পর দেখা গেলো কোহলির ব্যাট থেকে বড় রান।
একটুর জন্য মিস করলেন সেঞ্চুরি। টস জিতে এদিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন কোহলি৷ কিন্তু শুরুটা ভালো হয়নি আরসিবি-র৷ শুরুতেই অ্যারন ফিঞ্চের উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স৷ মাত্র ২ রান করে দীপক চাহারের শিকার হন ফিঞ্চ.শুরুতে আক্রমণত্মক না-থাকলেও পরের দিকে বিধ্বংসী মেজাজে দেখা যায় বিরাটকে।
আরও পড়ুনঃ ডার্বিকেই পাখির চোখ করছেন ফাউলার
ডি’ভিলিয়ার্স করলেন ০। তবে ছিলেন বিরাট আর তার ঝোড়ো ব্যাটিংটেই বাজি মাত। ৯০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বিরাট। ১৭০ রানের টার্গেট ধোনিদের দিলেন কোহলিরা।
ব্যাটিং উইকেটে ফের খারাপ ফর্ম চলে সিএসকে ব্যাটিং-এ তাঁদের দুই ওপেনার ওয়াটসন ও ডু প্লেসিসকে প্রথমেই ফিরিয়ে দেন ওয়াসিংটন সুন্দর। তবে তিন নম্বরে নেমে সিএসকেকে ভরসা দেন রায়াডু ও জগদিসন। রায়াডু ৪২ ও জগদিসন ৩৩ রান করেন। ২০ ওভারে আট উইকেটে ১৩২ তোলে সিএসকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584