কোচবিহারে ৬৪ জন ভবঘুরেকে খাওয়ালেন আরপিএফ – জিআরপিরা

0
26

মনিরুল হক, কোচবিহারঃ

স্টেশন ও মন্দির চত্বরের ভবঘুরেদের দুপুরের খাবারের ব্যবস্থা করলেন নিউ কোচবিহার রেল ষ্টেশনের আরপিএফ ও জিআরপি কর্মীরা। রবিবার দুপুরে দুই এলাকার ৬৪ জন ভবঘুরেকে খাওয়ার ব্যবস্থা করা হয়। আরপিএফ ও জিআরপি কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোচবিহারের বহু মানুষ।

distrabuted food to vagabond | newsfront.co
নিজস্ব চিত্র

নিউ কোচবিহার ষ্টেশনের জিআরপি ওসি তুষার কান্তি ঘোষ বলেন, “স্বেচ্ছাসেবী দুটি সংস্থার উদ্যোগে এই ভবঘুরেদের দুপুরের খাবারের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়। এটা জানার পর আমরা নিউ কোচবিহার ষ্টেশনের জিআরপি ও আরপিএফ কর্মীরা ওই উদ্যোগে সামিল হই। এই দুঃসময়ে এমন দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিতে পেরে আমরা সকলেই খুশি।”

কোচবিহারের একজন স্বেচ্ছাসেবক দিপ্তেশ সেন বলেন,“ভবঘুরেদের দুপুরের খাবার ব্যবস্থা করার উদ্যোগে আরপিএফ ও জিআরপি কর্মীরা যেভাবে এগিয়ে এসেছেন। তাঁদের সাধুবাদ জানাই। তাঁদের ওই উদ্যোগে সামিল হওয়াকে দেখে আরও অনেকেই এগিয়ে আসছেন ওই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।”

আরও পড়ুনঃ করোনা প্রতিরোধে মমতার ভূমিকায় মুগ্ধ সুমনের সৃষ্টি রাগ

করোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে লকআউট ঘোষণা করা হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। মন্দির গুলোতেও পূজা দেওয়ার জন্য আসা ভক্তদের ভির আর সেভাবে জমে ওঠে না।

এরফলে স্টেশন চত্বর ও মন্দির চত্বরে ভিক্ষা করে দিনযাপন করা ভবঘুরেদের খাদ্য সঙ্কট তৈরি হয়। তাঁদের ওই খাদ্য সংকট মেটাতে জিআরপি ও আরপিএফ কর্মীদের এভাবে এগিয়ে আসায় খুশি সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here