নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
আইপিএলের শুরুতেই বড় রানের ম্যাচ। ২০০ রানের ওপর ম্যাচ হল অন্য দল সেই রান তুলেও দিল, পাঞ্জাবের ২২৪ তুলে নিল রাজস্থান সৌজন্যে স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন ও রাহুল তেওয়াটিয়া।
কাজে এল না পাঞ্জাবের মায়াঙ্ক আগারওয়ালের শত রান। এদিন পাঞ্জাবের ক্যারিবিয়ান পেসার কোট্রাইল তেওয়াটিয়ার মারা এক ওভারে পাঁচটা ছয়ই ম্যাচের ব্যবধান গড়ে দিল।
এদিনের ম্যাচ স্টিভ স্মিথ আউট হওয়ার পর রাজস্থানের হাত থেকে বেরিয়ে যাচ্ছিলো তবে সঞ্জু লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তবে তেওয়াটিয়ার স্লো ব্যাটিং দেখে রাজস্থান ভক্তরা হতাশ হন কিন্তু শেষ অবধি থেকে ম্যাচ ঘোরালেন তিনি।
আরও পড়ুনঃ গিল-সহ তরুণ বোলিংয়ের প্রশংসায় কার্তিক
প্রথমে ব্যাট করে পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল চাপ বুলডোজার চালায় রাজস্থান বোলিংয়ে। রাহুল ৬৯ করে আউট হলেও শত রান করেন আগারওয়াল। পাঞ্জাব তোলে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৩।
বড় রানের লক্ষ নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে রাজস্থান রয়্যালস। বাটলার শুরুতে আউট হয়ে গেলেও অধিনায়ক স্মিথ স্যামসনকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। প্রথম সাত ওভারে ৯০ রানের ওপর তোলেন। স্মিথ আউট হওয়ার পর সঞ্জু ঝড় তোলেন ব্যাটে তবুও রাজস্থানের চাপ বাড়ছিল।
তেওয়াটিয়া বল নষ্ট করছিলেন। তবে কোট্রাইলকে মারা এক ওভারে পাঁচটা ছয় দলকে ম্যাচে ফেরান। আউট হন ৫৩ রান করে। এরপরে আর্চার নেমে দুটো ছয় মেরে রাজস্থানের জয় নিশ্চিত করেন, হাল্লা বোল গান শোনা যাচ্ছে রাজস্থান দলে। একই সঙ্গে আইপিএলে ইতিহাসে সব থেকে বেশি রান তাড়া করে জিতলো তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584