আমফান বিধ্বস্ত বাংলার জন্য ১ হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

0
52

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আমফান বিধ্বস্ত বাংলার জন্য জন্য ১ হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পূর্ব ঘোষণা মতই নির্দিষ্ট সময়ে শুক্রবার সকাল ১১ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে হাজির হলেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়।

২ দিন আগেই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে গিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান। এখনো পর্যন্ত ঘোষিত মৃতের সংখ্যা ৮০। এ রাজ্যের ধ্বংসের নমুনা প্রত্যক্ষ করেছে সমগ্র দেশবাসী। ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দান করেছেন রাজ্যপাল। ঝড়বিধস্ত পশ্চিমবঙ্গকে দেখতে আসার জন্য নবান্ন থেকে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ডাকে সাড়া দিয়ে শুক্রবার সকালে রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে সঙ্গে নিয়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিধ্বস্ত এলাকাগুলির পরিস্থিতি আকাশপথে পর্যবেক্ষণ করেন তিনি। আকাশপথে রাজারহাট, গোসাবা, মিনাখাঁ, সন্দেশখালি এবং হিঙ্গলগঞ্জ পরিদর্শনের  পরে বসিরহাটে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেন ও সেখান থেকেই এই আর্থিক সাহায্যের ঘোষণা দেন। সঙ্গে মৃতদের পরিবার পিছু দু’লক্ষ কার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য রাজ্য সরকার আগে থেকেই মৃতদের পরিবারের আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী কপ্টারে করে পরিদর্শনে যাওয়ার আগে বিমানবন্দরেই দুটি সংক্ষিপ্ত বৈঠকে বসেন রাজ্য বিজেপির এক প্রতিনিধি দলের সঙ্গেও। বিজেপির ওই প্রতিনিধি দলে ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। এদিন ওই সংক্ষিপ্ত বৈঠকে মুখ্যমন্ত্রী বাংলার এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় বলে চিহ্নিত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here