দেশের পাঁচ বড় দলকে ৮৭৬.১০ কোটি টাকা দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি

0
101

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

২০১৯-২০ অর্থবর্ষে আইটিসি লিমিটেড এবং তাদের সহায়ক সংস্থা থেকে মোট অনুদান হিসেবে ২০ কোটি টাকা পেয়েছিল কংগ্রেস। দেখা গিয়েছে কংগ্রেসের অনুদানকারীদের মধ্যে আইটিসি শীর্ষস্থানীয় কর্পোরেট দাতা হিসাবে পরিণত হয়েছে।

cashbox | newsfront.co
প্রতীকী চিত্র

২০১৯-২০২০ সালের যে তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছে কংগ্রেস, সেখানে দেখা গিয়েছে শতাব্দী প্রাচীন এই দলকে আইটিসি লিমিটেড ১৩ কোটি টাকা দিয়েছে অনুদান হিসেবে। এর সহায়ক সংস্থা আইটিসি ইনফোটেক এবং রাসেল ক্রেডিট লিমিটেড যথাক্রমে ৪ কোটি এবং ১.৪ কোটি টাকা দিয়েছে। নির্বাচনী ট্রাস্টিগুলির মধ্যে কংগ্রেসেই এমন অনুদান রয়েছে। এছাড়া,ভারতী এয়ারটেল গ্রুপ এবং ডিএলএফ সমর্থিত ইলেক্টোরাল ট্রাস্ট প্রায় ৩০ কোটি এবং ২৫ কোটি টাকা অনুদান দিয়েছিল কংগ্রেসকে।

এই ইলেক্টোরাল ট্রাস্ট হল ২৫টি সংস্থা সমন্বিত একটি স্বেচ্ছাসেবী অনুদান বিভাগ। ২০১৮-১৯ সালে আইটিসি এবং আইটিসি ইনফোটেক বিজেপিকে ২৩ কোটি টাকা দিয়েছে। তবে বিজেপি, তৃণমূল, সিপিআই এবং সিপিআইএমের রিপোর্টগুলি পাবলিক ডোমেনে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ শাহিনবাগ বানিয়ে তুলবেন না- হুঁশিয়ারি কেন্দ্রের

গত কয়েক বছর যাবৎ বিজেপি সবচেয়ে বেশি উপকৃত হয়েছে কর্পোরেট দাতাদের থেকে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস অনুসারে ২০১৮-১৯ সালে দেশের পাঁচ বড় দলকে মোট ৮৭৬.১০ কোটি টাকা দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি। তবে কংগ্রেসের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই বছরে সরাসরি তাদের অনুদান দেয়নি আইটিসি লিমিটেড।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here