নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ইডি-র তলবে বুধবার দিল্লি গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। একটি ই-মেল করে ইডি কে তিনি জানিয়েছেন অতিমারী আবহে দুই শিশু সন্তানকে নিয়ে দিল্লিতে একা যাওয়া নিরাপদ মনে করছেন না রুজিরা, এমনটাই জানা গিয়েছে। তবে তদন্তের কারণে ইডি আধিকারিকরা কলকাতার বাড়ীতে এসে জিজ্ঞাসাবাদ করলে তিনি সহযোগিতা করবেন। কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আগামী ৩ সেপ্টেম্বর দিল্লির দপ্তরে তলব করেছে ইডি, তিনি কি করবেন সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে দিল্লিতে তলব করে ইডি। এই ঘটনা জানার পরেই কেন্দ্রের উদ্দেশ্যে ক্ষোভে ফেটে পড়েন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লি যখন রাজনীতিতে পারে না, তখন এজেন্সি লেলিয়ে দেয়।’
West Bengal: Rujira Banerjee, wife of TMC General Secretary Abhishek Banerjee will not be appearing before Enforcement Directorate today.
She was asked to appear before the agency in Delhi, in connection with coal smuggling case
— ANI (@ANI) September 1, 2021
স্বরাষ্ট্র মন্ত্রীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এত প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আগে দেখিনি। মনে রাখুন অমিত শাহ এটা চলতে পারে না।’ তিনি বলেন, “আমাকে একটা ইডি দেখালে আমি বস্তা ভরে তথ্য দেব। অভিষেকের সঙ্গে মোকাবিলা করতে হলে রাজনৈতিকভাবে করুন।“
আরও পড়ুনঃ উত্তপ্ত যাদবপুর! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে
কয়লা পাচার কাণ্ডে মুখ্যমন্ত্রীর দাবি, কয়লা তো আদৌ রাজ্যের বিষয় নয়, একেবারেই কেন্দ্রের বিষয়। তাহলে কেন তার দায় কেন্দ্রের নয়? কেনই বা বিজেপি নেতাদের নিয়ে সিবিআই তদন্তে যায়? এ রাজ্যে এসে আসানসোলে কেন্দ্রীয় মন্ত্রীরা কয়লা মাফিয়ার হোটেলে বসবাস করেন এসব কি করে তদন্তের আওতায় আসে না!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584