শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
কয়লা পাচার কান্ডে মঙ্গলবার পাতিয়ালা হাউস কোর্টে সশরীরে হাজিরা দেওয়ার নিষ্কৃতি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্টে হাজির থাকতে হবে রুজিরার আইনজীবীকে।
১২ অক্টোবর অভিষেক-পত্নী রুজিরাকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পাতিয়ালা হাউস কোর্ট। সেই মামলায় নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন রুজিরা। আদালতে জানান, তিনি কখনই কোনও নিময়ভঙ্গ করেননি। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে যে সমন পাঠানো হয়েছিল তার যথাযোগ্য উত্তরও তাঁরা যথা সময়ে দিয়েছেন।
এছাড়া তাঁর আইনজীবীর দাবি, কোনও মহিলাকে যদি তদন্তের জন্য তাঁর এলাকার বাইরে সমন পাঠাতে হয়, তবে তার জন্য একটি প্রাথমিক অনুসন্ধান করা প্রয়োজন। এক্ষেত্রে ইডি কোনও প্রাথমিক অনুসন্ধানও করেনি বলে রুজিরার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ ভোর থেকেই শুরু গুলির লড়াই, সাতসকালে এনকাউন্টারে খতম ৩ লস্কর জঙ্গি
মূলত এই দুই যুক্তিকে সামনে রেখেই পাতিয়ালা হাউসকোর্টের সশরীরে হাজিরার নির্দেশকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেন রুজিরা। এই মামলার শুনানিতেই দিল্লি হাইকোর্ট রুজিরাকে সশরীরে হাজির হওয়ার থেকে নিষ্কৃতি দিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584