লকডাউনের সময় বাড়ানোর প্রচার গুজব, জানাল কেন্দ্র

0
55

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

গোটা দেশজুড়ে ২১দিনের লকডাউন চলছে। এই লকডাউন চলবে আগামী ১৪ এপ্রিল রাত্রি ১২ টা পর্যন্ত। এরইমধ্যে সর্বত্র বিভিন্ন মহল সূত্রে রটে গেছে ১৪ এপ্রিলের পর আরও লকডাউন বাড়বে।

rumours on lockdown | newsfront.co
ছবিঃ প্রতীকী

এমনিতেই পরিস্থিতির চাপে পড়ে কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই সরকার তড়িঘড়ি লকডাউন জারি করায় দেশজুড়ে নানাবিধ সমস্যার মধ্যে পড়েছে জনজীবন। কোথাও আটকে রয়েছে অসংখ্য শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ। আর এনিয়ে অবশ্য বিরোধী সহ বিভিন্ন শিবিরের তোপের মুখে পড়েছে সরকার। তীব্র সমালোচনা জাতীয় এবং আন্তর্জাতিক মহলেও।

আরও পড়ুনঃ নজরদারি চালাতে র‍্যাপিড টেস্ট চালু কেরালায়, করোনা মোকাবিলায় আশার আলো

আর এবার সেই জল্পনা উড়িয়ে দিয়ে সোমবার সকালে কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বলেন, “আমি এ ধরনের মিডিয়া রিপোর্ট দেখে অবাক হচ্ছি। লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনাই নেই।”

যেহেতু লকডাউন বাড়ানোর কোন পরিকল্পনার কথা আপাতত সরকার জানায়নি তাই বলা যেতে পারে ১৪ তারিখের পরেই লকডাউন তুলে নেবে কেন্দ্র সরকার । এখন প্রশ্ন হলো চিকিৎসকরা জানাচ্ছেন করোনা মোকাবিলার জন্য সামাজিক দুরত্ব বজায় রাখা একমাত্র উপায় ,তাহলে ১৪ তারিখের পরে সরকার করোনা মোকাবিলার জন্য বিশেষ কী পদক্ষেপ নেবে ?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here