ফের লকডাউন নিয়ে গুজব, জানাল পিআইবি

0
39

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ফের লকডাউনের খবর গুজব। এবার দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্যাডে লিখিত আকারে নোটিসের মাধ্যমে ভাইরাল হয়েছে এই খবর। ভুয়ো এই নোটিসটিতে দুর্যোগ মোকাবিলা দপ্তরের নাম করে বলা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে ফের চালু হবে লকডাউন।

Unlock | newsfront.co
প্রতীকী চিত্র

শুধু তাই নয়, সেই লকডাউন নাকি ৪৬ দিন ধরে চলবে। ভাইরাল হওয়ার পরপরই এই নোটিসটি ফেক বলে জানিয়ে দেওয়া হয়েছে পিআইবি-র পক্ষ থেকে। এনডিএমএ-এ সাম্প্রতিক এমন কোনো নির্দেশিকাই জারি করেনি। ইচ্ছাকৃতভাবে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে।

আরও পড়ুনঃ ফের হাসপাতালে ভর্তি হলেন অমিত শাহ

এমনকি জাল করা হয়েছে এনডিএমএ-এর প্যাড এবং ভারত সরকারের স্ট্যাম্পও। দ্রুত হারে করোনা সংক্রমণ ছড়ালেও দেশজুড়ে চলছে আনলক প্রক্রিয়া কার্যকর করার মরিয়া চেষ্টা। ঠিক সেই সময়ে এমন গুজব, দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here