বিষকন্যা রূপে রূপা

0
350

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে বিষকন্যার চরিত্রে এলেন রূপা ভট্টাচার্য। বেশ অনেকদিন পর আবার টেলিপর্দায় তিনি৷ ‘আমি সিরাজের বেগম’ -এর পর ‘নকশিকাঁথা’ ধারাবাহিকে অল্প কয়েকদিনের ট্র্যাপকে আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এরই মাঝে ব্যস্ত ছিলেন এনা সাহা প্রযোজিত ছবি ‘এস ও এস কলকাতা’ নিয়ে। এবার ফের টেলিভিশনে ব্যস্ত হলেন অভিনেত্রী।

Rupa Bhattacharya | newsfront.co

একেবারে অন্য লুকে অন্য ইমেজে ধরা দিচ্ছেন তিনি। দিব্যি মানিয়েছে অভিনেত্রীকে। রূপা জানান- “এই প্রথম এরকম পোশাকে কোনও চরিত্রে আমি। খুব ভাল লাগছে। আমার লুকের মধ্যে ক্লিওপেট্রার (টলেমিক মিশরের সর্বশেষ সক্রিয় ফ্যারাও) একটা ছোঁয়া আছে বলে আমার মনে হয়। মুকুটটা দেখতে এলাহি বা বড় সড় লাগলেও ওজনে একেবারে হালকা। তাই মাথায় চড়াতে একটুও অসুবিধা হচ্ছে না। নিজেকে একটু অন্যভাবে দেখতে কার না ভাল লাগে?”

আরও পড়ুনঃ টেলিপর্দায় ‘সরস্বতীর প্রেম’, নতুন ভূমিকায় পল্লবী দে

‘বেদের মেয়ে জ্যোৎস্না’ দেখুন প্রতিদিন সন্ধে সাড়ে ৭ টায়, সান বাংলায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here