টিভির পর্দায় ফের ‘রূপকথা’র উপাখ্যান

0
426

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

একের পর এক পুরনো ধারাবাহিকগুলিকে ফিরিয়ে আনছে কালারস বাংলা চ্যানেল। এবার হাজির ‘রূপকথা’। ধারাবাহিকটি প্রথম যখন দর্শক দরবারে আসে তখন দর্শকমনে আলোড়ন তৈরি করে।

Rimjhim mitra | newsfront.co

ছোটদের কাছে রাজা, রানি, রাক্ষসীদের কদর চিরকালের। এই ধারাবাহিক সেই ভাললাগাও পূরণ করে সেই সময়। চ্যানেল জানান দিয়েছে এবার আরও একবার টিভির পর্দায় আসছে ‘রূপকথা’।

Bangla serial | newsfront.co

২১ ডিসেম্বর থেকে প্রতি সোম থেকে শনি বিকেল ৫ টায় ‘জয় শ্রী কৃষ্ণ’ ধারাবাহিকের স্লটে দেখানো হবে এই ধারাবাহিক। গল্পের কেন্দ্রে রয়েছে রূপনগর রাজ্যের রাজকন্যা ভূমি, যে কিনা রাজপ্রাসাদের বদলে বড় হয় জঙ্গলে। সে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মুখোমুখি হয় অন্ধকারের রানি মোহিনীর৷

Rupkatha | newsfront.co

আরও পড়ুনঃ বড়দিনে ডিজিটালে আসছে ‘কুলি নং ১’

সুরিন্দর ফিল্মস -এর প্রযোজনায় এই ধারাবাহিকে অভিনয় করেছেন রিমঝিম মিত্র, মৈনাক ব্যানার্জির মতো বলিষ্ঠ অভিনেতারা। মৈনাকের চরিত্রের নাম রাজা দেবরথ। আর মোহিনীর চরিত্রে রিমিঝিম। রয়েছে আরও অনেক চরিত্রের আনাগোনা।

আরও পড়ুনঃ পথশিশুদের সাহায্যার্থে ‘আলোয় ফেরার গান’

রিমঝিম জানান- “রূপকথা আরও একবার দেখানো হবে জানতে পেরে আমি খুব এক্সাইটেড। ওই প্রজেক্টের অংশীদার হতে পেরে আমি খুব গর্বিত। খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সব অভিনেতা, টেকনিশিয়ান্সদের সঙ্গে। সাধারণত রূপকথার গল্প যেগুলো আমরা ছোটবেলায় শুনে বড় হই সেগুলো অবলম্বন করেই মেগা সিরিয়াল তৈরি হয় কিন্তু এই গল্পটি একেবারে নতুন। ফলে আরও বেশি এনজয় করেছি কাজটা করতে গিয়ে। আরও একবার টিভিতে রূপকথা জানানো হবে। আশাকরি সকলের ভাল লাগবে৷”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here