মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা সংক্রমণে বিপর্যস্ত গোটা বিশ্ব। সমগ্র পৃথিবীতে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। মৃতের সংখ্যাও নেহাত কম নয়। ভারতেও থাবা বসিয়েছে কোভিড-১৯। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। স্তব্ধ জনজীবন, স্কুল, কলেজ, অফিস, কলকারখানা।
বন্ধ বহু দোকানপাঠও। দেশের এহেন পরিস্থিতিতে অবলা প্রাণীদের পাশে দাঁড়ালেন নয়ডার বাসিন্দা রূপসা মুখোপাধ্যায়। পেশায় একজন চাকুরীজীবী। কর্মসূত্রে নয়ডায় থাকেন তিনি। বেশ কয়েক বছর ধরেই পশুদের সেবা শুশ্রুষা করে চলেছেন তিনি।
এর আগে কলকাতার একাধিক অসুস্থ কুকুরকে সেবা শুশ্রষা করে বিদেশে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিয়েছেন রূপসা। বর্তমানে পৃথিবীর এই টালমাটাল পরিস্থিতিতে অভুক্ত থাকছে অবলা প্রাণীরা। কুকুর, বিড়ালদের এই অসহায় অবস্থা দেখে তাদের পাশে দাঁড়ালেন রূপসা।
যখন থেকে দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে তখন থেকে প্রতিদিন রাতে নয়ডা এক্সটেনশন সংলগ্ন এলাকায় প্রায় ২০০টি কুকুরকে খাবার দেন তিনি। শুধু পথ কুকুর নয় পথে যে সমস্ত বিড়াল, গরু ঘোরাফেরা করে তাদের জন্য খাবারের ঢালাও ব্যবস্থা করেন এই রূপসা।
প্রথমে তিনি একাই এই কর্মসূচির উদ্যোগ নেন। রূপসা মুখোপাধ্যায়ের এই কাজে সঙ্গ দেন বাংলা ব্যান্ড তেপান্তরের প্রতিষ্ঠাতা অভিষেক বাবী বন্দ্যোপাধ্যায়।
বেশকিছুদিন তারা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তার কুকুর, বিড়াল, গরু, ছাগল সহ সমস্ত পথ পশুদের মুখে অন্ন তুলে দেন। এরপর তাদের পাশে এসে দাঁড়ান শ্রেয়া শর্মা, অরুণা শর্মা ও অন্নু শিরোহী।
আরও পড়ুনঃ করোনা যুদ্ধে মৃত চিকিৎসকদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, ৫০ লক্ষ টাকার বিমা ঘোষণা নবীনের
হটস্পট এলাকা হওয়া স্বত্ত্বেও প্রতিদিন রাতে নয়ডার এক্সটেনশন গৌর সিটি সংলগ্ন এলাকার প্রত্যেকটি অবলা প্রাণীদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন রূপসা, বাবী, শ্রেয়া, অন্নু ও অরুণা।
বাবী বন্দ্যোপাধ্যায় বলেন, “এই কাজে রূপসাকে সাহায্য করতে পেরে আমি আপ্লুত। আমি নিজেও অবলা প্রাণীদের অত্যন্ত ভালোবাসি। দেশের দুর্দিনে ওইসমস্ত অবলা প্রাণীদের পাশে থাকতে পেরে খুবই ভালোলাগছে। এর জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাব পিএফএ(পিপল ফর অ্যানিমেলস)গৌতম বুদ্ধ নগরের প্রেসিডেন্ট কাবেরী রানা ভরদ্বাজ, যশরাজ ভরদ্বাজ ও পিএফএ ইন্ডিয়া-কে। কাবেরী রানা ভরদ্বাজ ও রূপসার এই যৌথ প্রয়াসকে সম্মান জানাই আমি।”
রূপসা মুখোপাধ্যায় বলেন, লকডাউনের শুরুতে তাদের এই কর্মসূচিতে অনেকরকম বাধা আসে। কিন্তু কোনও কিছুতেই তাদের দমিয়ে রাখা যায়নি। সব বাধা কাটিয়ে এই কর্মসূচি পালনে সফল হয়েছেন তারা। দেশজুড়ে যতদিন লকডাউন চলবে ততদিন নয়ডা এক্সটেনশন এলাকার সমস্ত অবলা প্রাণীদের খাবার দেবেন বলে জানান রূপসা। দেশের এই সংকটজনক পরিস্থিতিতে নয়ডায় রূপসা ও বাবীর এহেন কর্মসূচি সত্যিই নজিরবিহীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584