স্বীকৃতির আশায় একুশে জুলায়ের প্রচারে গ্রামীন চিকিৎসক সংগঠন

0
133

শ্যামল রায়,কালনাঃ

একুশে জুলায়ের সমাবেশকে সফল করার জন্য গ্রামীণ চিকিৎসকরাও প্রচার অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার গ্রামীণ চিকিৎসকদের সংগঠন প্রগ্রেসিভ রুরাল প্রাক্টিসনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক জয়ন্ত চক্রবর্তী জানিয়েছেন যে সমগ্র রাজ্যজুড়ে তাদের সংগঠনের প্রায় সাড়ে সাত হাজার গ্রামীণ চিকিৎসক একুশ জুলাই সমাবেশকে সফল করার জন্য গ্রামগঞ্জে প্রচার অভিযান করছে।তিনি জানান যে,গ্রামে গঞ্জে স্বাস্থ্য পরিষেবার অনেকটাই কাজ গ্রামীন চিকিৎসকরাই করে থাকেন।
সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার কাজেও তাদের সংগঠনের চিকিৎসকরাও নানান ভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং আগামী দিনেও করবেন। আশা কর্মী স্বাস্থ্য কর্মীদের সাথে তাদের গ্রামীণ চিকিৎসকরাও অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুচিন্তিত উদ্যোগে গ্রামীণ চিকিৎসকরা আগামী দিন সরকারিভাবে স্বীকৃতি লাভ করবে তাই আশায় বুক বেঁধে রয়েছেন। সরকারি স্বাস্থ্য দফতরের উদ্যোগে গ্রামীণ চিকিৎসকরা প্রশিক্ষণ নিয়ে গ্রামের চিকিৎসা কার্যে আত্মনিয়োগ করবেন আশায় রয়েছেন সভাপতি রেবতী রমন খাঁ ও সহ সম্পাদক হান্নান হালদার জানিয়েছেন যে তাদের এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্যের প্রথম এবং একমাত্র তৃণমূল কংগ্রেসের গ্রামীণ চিকিৎসক সংগঠন। তাদের সংগঠনের উদ্যোগে বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে কালনা মহকুমা কাটোয়া মহকুমা গ্রামীণ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা শিবির করেন।
বৃহস্পতিবার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গ্রামীণ চিকিৎসকরা পূর্বস্থলী এলাকায় একুশ জুলাই সমাবেশকে সফল করার জন্য প্রচার অভিযান সংঘটিত করে।

নিজস্ব চিত্র

সরকারিভাবে রেজিস্ট্রিকৃত এই গ্রামীণ চিকিৎসকদের সংগঠন  আগামী দিনে গ্রামগঞ্জে সরকারের উদ্যোগে তারা সমস্ত রকম সহযোগিতা করে চিকিৎসা ব্যবস্থায় আত্মনিয়োগ করে স্বাস্থ্য পরিষেবা কে সফল করবে এই আশায় রয়েছেন বলে জানিয়ে দিলেন সম্পাদক জয়ন্ত চক্রবর্তী এবং হাজার হাজার গ্রামীণ চিকিৎসক একুশ জুলাই সমাবেশকে সফল করতে সংগঠনের গ্রামীণ চিকিৎসকরা অংশগ্রহণ করবেন বলে জানিয়ে দিয়েছেন এবং সমাবেশকে সফল করার জন্য প্রচার অভিযান জোরকদমে চালাচ্ছেন গ্রামীণ চিকিৎসকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here