ইউক্রেন ইস্যুতে ৩৬ টি দেশের সাথে বিমান পরিষেবা নিষিদ্ধ করেছে রাশিয়া

0
89

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

ইউক্রেনে রুশ হামলা নিয়ে নিষেধাজ্ঞার জেরে বিশ্বের ৩৬টি দেশের এয়ারলাইনসের ফ্লাইট নিষিদ্ধ করেছে রাশিয়া। বিভিন্ন নিউজ পোর্টালের খবরে বলা হয়েছে, ওই দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি ও কানাডাও রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘রাশিয়ার মালিকানাধীন, রাশিয়ার নিবন্ধিত ও রাশিয়ার নিয়ন্ত্রিত’ উড়োজাহাজের জন্য নিজেদের আকাশপথ নিষিদ্ধ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে ক্রেমলিন এই পদক্ষেপ নিয়েছে।

flight | newsfront.co
প্রতীকী চিত্র

এমন দিনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন রাশিয়ার ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন। বেলারুশের গোমেল অঞ্চলে এই বৈঠক চলছে। সেখানে দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত আছেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই।

আরও পড়ুনঃ “সেনাদের ব্যারাকে ফিরতে হবে”, রাশিয়াকে কড়া বার্তা রাষ্ট্রসংঘের ১১ তম জরুরী অধিবেশনে

এদিকে যুক্তরাজ্যও রাশিয়ার বিমান সংস্থা অ্যারোফ্লটের ফ্লাইট নিষিদ্ধ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটি ব্রিটিশ এয়ারলাইনসের ফ্লাইটও নিষিদ্ধ করে। এদিকে নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়ার একটি বাণিজ্যিক উড়োজাহাজ কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। আজ সোমবার কানাডার পরিবহন মন্ত্রণালয় জানায়, রাশিয়ার অ্যারোফ্লট ফ্লাইট ১১১-এর আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here