রাশিয়ায় বিরোধী দলনেতা অ্যালেক্সি নাভালনিকে সাড়ে ৩ বছরের কারাদন্ড দিল আদালত

0
63

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিল রাশিয়ার আদালত। অভিযোগ, অর্থ আত্মসাতের মামলায় স্থগিত দণ্ড চলাকালে নিয়মিত পুলিশের কাছে হাজিরা দেয়নি পুতিনের এই কট্টর সমালোচক। আদালতের রায়ে বলা হয়েছে, সাজা স্থগিতের শর্ত লঙ্ঘন করেছেন নাভালনি। এই কারণে স্থগিত দণ্ডই কারাদণ্ডে রুপান্তরিত হয়েছে। সিএনএন সূত্রে এমনটাই খবর।

Alexei Navalny,  | newsfront.co
অ্যালেক্সি নাভালনি। ফাইল চিত্র

গত অগাস্টে বিষপ্রয়োগ করে হত্যাচেষ্টা করা হয় নাভালনিকে। গুরুতর অসুস্থ অবস্থায় জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা নেন। চিকিৎসা শেষে ১৭ জানুয়ারি দেশে ফিরেই গ্রেফতার হন তিনি। এই মামলায় সাজা হওয়ার পর এক বছর গৃহবন্দি দশায় কাটিয়েছেন নাভালনি।

রায় অনুযায়ী, ওই এক বছর মোট কারাদণ্ড থেকে বাদ যাবে। আদালতে বক্তব্যে প্রেসিডেন্ট পুতিনকে ‘বিষ প্রয়োগকারী’ আখ্যায়িত করেছেন নাভালনি। তার ওপর এই হামলার জন্য তাকে দায়ী করেছেন তিনি।

আরও পড়ুনঃ টিআরপি কেলেঙ্কারিতে মাস্টার মাইন্ড বার্কের প্রাক্তন কর্তাই, জানাল আদালত

রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেন নাভালনির সমর্থকরা। এ সময় নাভালনির তিন শতাধিক সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। নাভালনির কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন নাভালনির আইনজীবী। রাশিয়ায় ফিরে গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করছে নাভালনির সমর্থকরা। এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আরও পড়ুনঃ এনআরসি লাগু বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি- সংসদে জানাল কেন্দ্র

নাভালনির সাজা ঘোষণার কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মহল। কাউন্সিল অব ইউরোপ এই রায়কে অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব একে ‘ন্যায়ভ্রষ্ট’ আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন অবিলম্বে নাভালনির নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। ‘জনগণের অধিকার রক্ষায় ব্যর্থতার’ জন্য রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here