রাষ্ট্রসঙ্ঘের কর্মচারীদের বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার প্রস্তুতি রাশিয়ার

0
89

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা ভাইরাসের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। সংক্রমিত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এমতাবস্থায় করোনা টিকা আবিষ্কারের জন্য দৌড়চ্ছে সমগ্র পৃথিবী।

Covid vaccine | newsfront.co
প্রতীকী চিত্র

রাশিয়ার বাজারে ইতিমধ্যেই করোনা ভাইরাসের টিকা চলে এসেছে। তাই এবার রাষ্ট্রসঙ্ঘের কর্মচারীদের বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার প্রস্তাব রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের।

আরও পড়ুনঃ ধনীদের সখের মূল্যে দূষিত পরিবেশ!

মঙ্গলবার তিনি ঘোষণা করেন, ‘এই মুহূর্তে বিশ্বের যে কেউ এই ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হতে পারেন। করোনা রাষ্ট্রসঙ্ঘের কর্মীদেরও রেহাই দেবে না। তাই রাশিয়া তাঁদের সাহায্য করতে প্রস্তুত। আমরা সংস্থার প্রত্যেক কর্মচারী, বিশেষ করে যাঁরা টিকাকরণের কাজ করছেন, সেই স্বেচ্ছাসেবীদের বিনামূল্যে ভ্যাকসিন দিতে চাই।’

যদিও পুতিন স্পষ্ট করে দিয়েছেন যে, নিজে থেকে জনসেবা করা মোটেও তাঁর উদ্দেশ্য নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here