মস্কোয় ফেরামাত্র আটক রাশিয়ার বিরোধী দলনেতা

0
51

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মস্কোর শেরেমে তিয়েভো বিমানবন্দরে পৌঁছনো মাত্রই রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রেপ্তার করে রুশ পুলিশ।

Alexei Navalny | newsfront.co
ছবিঃ আল জাজিরা

বার্লিন থেকে যে বিমানে নাভালনি আসেন, সেটির অবতরণের কথা ছিল মস্কোর একটি বিমানবন্দরে।
নাভালনিকে দেখতে সেখানে হাজারও মানুষ জড়ো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেখানে অবতরণ না করে শেরেমেতিয়েভো বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সেখানেই পুলিশ গ্রেপ্তার করে তাঁকে।

নাভালনিকে গ্রেপ্তারের তীব্র নিন্দা করেছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। নাভালনিকে আটক করা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তিনি।নাভালনিকে দ্রুত ছেড়ে দিতে রুশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নাভালনি। তিনি রাশিয়ার বিরোধী দলনেতা। মস্কোয় ফেরামাত্র তাঁকে আটক বা গ্রেপ্তার করা হতে পারে বলে আগেই ঘোষণা করেছিল রুশ সরকার।

আরও পড়ুনঃ কাবুলে গুলিতে নিহত সুপ্রিম কোর্টের দুই মহিলা বিচারপতির

রাশিয়ার কারা বিভাগ জানিয়েছিল, জালিয়াতির মামলায় ২০১৪ সালের স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘনের কারণে মস্কোতে আসামাত্র নাভালনিকে গ্রেপ্তার করা হতে পারে। গ্রেপ্তারের ঝুঁকি নিয়েই রাশিয়ায় ফেরেন নাভালনি। নাভালনি রাশিয়ায় আরও অন্যান্য ফৌজদারি মামলারও মুখোমুখি হতে পারেন বলে জানা গিয়েছে। নাভালনি ও তাঁর সহযোগীরা বলেছেন এসবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আরও পড়ুনঃ প্রথম ডোজ টিকার নেওয়ার পরে নরওয়েতে মৃত্যু ২৩ জনের

২০২০ আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে মস্কোয় যাওয়ার পথে বিমানেই অসুস্থ হয়ে পড়েন নাভালনি। প্রথমে তাঁকে সাইবেরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নিয়ে যাওয়া হয় তাঁকে। বার্লিনে চিকিৎসায় কোমা-তে থাকা অবস্থা থেকে ধীর ধীরে সেরে ওঠেন তিনি। মাস কয়েক বার্লিনে থাকার পর এদিনই রাশিয়ায় ফেরেন তিনি।

নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। নাভালনিকে সোভিয়েত আমলে তৈরি নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগ করা হয়েছিল বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। নাভালনি ও তাঁর সহযোগীদের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই তাঁকে বিষ প্রয়োগ করা হয়েছিল। যদিও নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here