নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ এক টেলিভিশন বার্তায় ইউক্রেনে সামরিক অভিযানের কথা ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সেনাকে অস্ত্র সমর্পনের কথাও বলেছেন তিনি। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনায় বৈঠকে বসেছে রাষ্ট্রপুঞ্জ। রাশিয়া এইভাবে ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় কঠোর প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, “কোন প্ররোচনা ছাড়া এই হামলা চালানোর সম্পূর্ন দায় রাশিয়াকেই নিতে হবে। রাশিয়ার জন্য পরিণতি হবে ভয়ংকর।“

রাষ্ট্রপুঞ্জের জরুরী অধিবেশনে ইউক্রেনের প্রতিনিধি জানিয়েছেন অস্ত্র সংবরণের কথা বলার সময় আর নেই, ইতিমধ্যেই তাঁদের দেশ আক্রান্ত। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা রক্তক্ষয়ের দায় ইউক্রেনকেই নিতে হবে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব পুতিনকে অনুরোধ জানিয়েছেন সেনা ফেরানোর, শান্তি বজায় রাখার। ২৪ ঘণ্টা আগে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা ও ইউরোপ। কিন্তু তাতেও সেনা অভিযান থেকে নিরস্ত করা গেল না রাশিয়াকে।
আরও পড়ুনঃ ইউক্রেন সমস্যা চরমে! ৩০ দিনের জন্য জারি জরুরি অবস্থা
একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, কিভের সবচেয়ে বড় বিমানবন্দর বরিস্পিলে গুলি চলার আওয়াজ পাওয়া গিয়েছে। দেশের অন্যান্য প্রান্ত থেকেও একই খবর পাওয়া যাচ্ছে বলেই জানিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা। ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে যে কোনও মুহূর্তে রকেট হানা শুরু হতে পারে জানাচ্ছে একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। স্থানীয় সময় মধ্যরাতে ইউক্রেনের প্রেসিডেন্ট দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। রাশিয়ার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে যুদ্ধ বিরোধী স্বর তোলারও আবেদন জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584