প্রশাসনিক নির্যাতনের অভিযোগ তুলে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী রাশিয়ান সাংবাদিক

0
87

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

শুক্রবার রাশিয়ার নিঝিনি নোভগোড় শহরে স্বরাষ্ট্র মন্ত্রকের স্থানীয় শাখার সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন এক রুশ সাংবাদিক। সংবাদ সূত্রে জানা গেছে মৃত এই সাংবাদিকের নাম ইরিনা স্লাভিনা

Russia journalist | newsfront.co
ইরিনা স্লাভিনা

আত্মঘাতী হওয়ার আগের দিন ইরিনা তাঁর ফেসবুক পেজে তাঁর মৃত্যুর জন্য রাশিয়ান ফেডারেশনকে দায়ী করেন। মৃত এই সাংবাদিক কোজা প্রেস(Koza Press)-এর প্রধান সম্পাদক হিসাবে কর্মরত ছিলেন।

মৃত্যুর এক দিন আগে ইরিনা তাঁর ফেসবুক পেজে জানান, পুলিশ অফিসার এবং তদন্তকারীরা তার ফ্ল্যাট তল্লাশি করে এবং তার নোটবুক ল্যাপটপ এবং অনান্য ইলেক্ট্রনিক্স গেজেট বাজেয়াপ্ত করার পাশাপাশি তার কন্যা এবং স্বামীর মোবাইল ফোনও সিজ করে তদন্তকারীরা।

আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি হলেন ট্রাম্প

ফেসবুক পোস্টে ইরিনার অভযোগ করেছে, তার ফ্ল্যাটে সরকার বিরোধী লিফলেট ইত্যাদির অনুসন্ধান করছে পুলিশ। যদিও প্রশাসন স্লাভিনার এই আত্মহত্যার সাথে আগের দিনের তল্লাশির অভিযোগ অস্বীকার করেছে। প্রশাসন জানিয়েছে যে, আত্মঘাতী মহিলা ফৌজদারি মামলায় সাক্ষী ছিলেন তাই তার বাড়ি তল্লাশি করা হয়েছে।

আরও পড়ুনঃ হাথরাসে অভিযুক্তদের সমর্থনে বিক্ষোভ ঠাকুর সম্প্রদায়ের

যদিও এই আত্মহত্যা প্রসঙ্গে বিরোধী দলের সদস্যরা সরকারের দিকেই আঙ্গুল তুলেছেন। বিরোধী রাজনৈতিক দলের নেতা, দিমিত্রি গুডকভ ইনস্টাগ্রামে এবং ক্রেমলিনের ইলিয়া ইয়াসিন টুইটারে এই মৃত্যুর জন্য প্রশাসনিক নির্যাতনকেই দায়ী করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here