মুখ্যমন্ত্রী গঠিত কমিটির নেতৃত্বে ঋতব্রত

0
123

নিউজডেস্ক,কলকাতাঃ

রাজ‌্যের একসময়ের দাপুটে ছাত্রনেতা, এস এফ আই এর কেন্দ্রীয় নেতা, সি পি এম এর রাজ‌্যসভা সাংসদ এবার নাকি ভিড়ছেন সবুজ শিবিরে। লাল জমানার আগুনখেকো বিপ্লবের দিনের অবসান হয়েছে অনেক আগেই, ৩৪ বছরের শাসনের ইতির সঙ্গে সঙ্গে এককালীন শাসক দলের অনেক কর্মকর্তা উন্নয়নের শরিক হতে ভিড়েছেন বর্তমান শাসক দলের ছাতার নীচে, এইবার তার ষোলো কলা পূর্ণ করলেন ঋতব্রত। নানা দলবিরোধী কাজ, মহিলাসঙ্গ, যৌনাসক্তি ইত‌্যাদি নানাকিছুই তার বিপ্লবী জীবনের অঙ্গ ছিল একদা, ক্রমশ তা প্রকাশ‌্যে এলে এহেন বিপ্লবী তাত্ত্বিক যুব কর্মীকে সাসপেন্ড করে দল। তার পর থেকেই চলছিল জল্পনা, কানাঘুঁষো আলোচনা। সব আলোচনা অবসান ঘটিয়ে ঋতব্রত এখন সবুজ জার্সির পক্ষে। একেই ফুটবলের মরশুম, তাতে রাজনৈতিক জার্সি চেঞ্জে রীতিমত শোরগোল পড়ে গেলে রাজনীতির কন্দরে কন্দরে।
আদিবাসী উন্নয়ন কোর কমিটির চেয়ারম্যান হয়েছেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আদিবাসীদের উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে একটি কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। আপাতত সেই কমিটির চেয়ারম্যান হলেন ঋতব্রত।

সূত্রের রিপোর্ট, ওই গঠিত কমিটিতে প্রতি জেলারই দুই জন করে প্রতিনিধি থাকবেন। কমিটির নেতৃত্বে সাংসদ তথা আশুতোষ কলেজের এককালীন ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

মূলত আদিবাসি জনজাতির উন্নয়নকল্পেই গঠিত উক্ত কমিটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here