পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে এন ভি রমন্নার নাম প্রস্তাব এস এ বোবদে-র

0
98

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

দেশের শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি এন ভি রমন্নার নাম প্রস্তাব করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। গত সপ্তাহে বিচারপতি বোবদের কাছে কেন্দ্র জানতে চায় পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন। নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি এন ভি রমন্নার নাম প্রস্তাব করেন বোবদে।

The Supreme Court | newsfront.co
ফাইল চিত্র

আগামী ২৩ এপ্রিল অবসর নেওয়ার কথা প্রধান বিচারপতি বোবদের। গত শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিচারপতি এস এ বোবদের কাছে চিঠি পাঠিয়ে তাঁর প্রস্তাবিত পরবর্তী প্রধান বিচারপতির নাম পাঠাতে বলেন। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিচারপতি এন ভি রমান্নার নাম প্রস্তাব করেছেন তিনি।

আরও পড়ুনঃ বিজেপি বা আরএসএস-এ করলেই মিলবে জামিন, এনআইএ-র বিরুদ্ধে অভিযোগ অখিল গগৈয়ের

বর্তমানে সুপ্রিম কোর্টে এস এ বোবদের পরে সবথেকে বর্ষীয়ান বিচারপতি হলেন এন ভি রমন্না। ১৯৫৭ সালের ২৭ অগস্ট তাঁর জন্ম। ২০২২ সালের ২৬ অগস্ট পর্যন্ত তাঁর কার্যকাল রয়েছে। অর্থাৎ বিচারপতি বোবদের পরে তিনি দায়িত্ব নিলে ১ বছরের বেশি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন তিনি।

আরও পড়ুনঃ ২০০ বছরেরও বেশি সময় ধরে ভারতে রাজত্ব করেছে আমেরিকা, বিতর্কিত মন্তব্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

প্রচলিত ধারা অনুযায়ী ভারতের আইন ব্যবস্থার সর্বোচ্চ পদে সবথেকে বর্ষীয়ান বিচারপতিকে নিয়োগ করা হয়, যদি তিনি শারীরিক ভাবে কর্মক্ষম থাকেন তবে তাঁর হাতেই ন্যস্ত করা হয় এই দায়িত্ব। তবে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করার আগে বর্তমান প্রধান বিচারপতির কাছ থেকে তাঁর প্রস্তাবিত নাম চেয়ে পাঠায় কেন্দ্র। এ ক্ষেত্রেও সেই পদ্ধতি মেনেই প্রধান বিচারপতি এস এ বোবদের কাছে তাঁর প্রস্তাবিত উত্তরসূরির নাম জানতে চেয়েছে কেন্দ্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here