এখনও বিপক্ষকে আগের মত স্লেজিং করছেন শ্রীসন্থ

0
88

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য একসময় বিপক্ষ দলের ত্রাস হওয়া পেস বোলার এস শ্রীসন্থের উপর থাকা ব্যান এখন সরিয়ে নেওয়া হয়েছে এবং ক্রিকেট মাঠে তার প্রত্যাবর্তন হয়েছে। এই পেস বোলারকেই আগামী ঘরোয়া টুর্নামেন্টে সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য কেরল দলে নির্বাচিত করা হয়েছে।

two team | newsfront.co

টুর্নামেন্টের শুরু হওয়ার আগে একটি ওয়ার্মআপ ম্যাচে শ্রীসন্থ নিজের আক্রামণাত্মক মেজাজ দেখিয়েছেন আর ব্যাটসম্যানদের স্লেজ করেছেন।টিম ইন্ডিয়ার হয়ে খেলা পেস বোলার এস শ্রীসন্থ প্রায় আট বছর পর ক্রিকেট মাঠে ফিরে আসার জন্য প্রস্তুত রয়েছেন। ব্যান শেষ হওয়ার পর কেরলের দল আগামী সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য শ্রীসন্থকে নির্বাচিত করেছে।

cricket player | newsfront.co

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সমস্ত দল ওয়ার্মআপ ম্যাচ খেলছে, যা চলাকালীন শ্রীসন্থকে মাঠে পুরোনো আক্রামণাত্মক মেজাজে দেখা গিয়েছে। ওয়ার্মআপ ম্যাচ চলাকালীন তাকে আক্রামণাত্মকভাবে অ্যাপিল করতে আর ব্যাটসম্যানদের স্লেজ করতেও দেখা গিয়েছে। কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শ্রীসন্থের বোলিংয়ের ভিডিও শেয়ার করা হয়েছে।

আরও পড়ুনঃ নতুন বছরটাও জয় দিয়ে শুরু করল টিম হাবাস

এই ভিডিওতে প্রায় ৮ বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসা ৩৭ বছরের শ্রীসন্থের বোলিংয়ের ধরণ একদম আগের মতোই দেখা গিয়েছে। এছাড়াও তাকে বোলিং চলাকালীন বিপক্ষ দলের ব্যাটসম্যানদের স্লেজিংয়ের মাধ্যমে চাপ তৈরি করতেও দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ বুধবার ছাড়া হবে সৌরভকে, মেনু থেকে বাদ প্ৰিয় বিরিয়ানি

এক সাক্ষাৎ কারে শ্রীসন্থ বলেছেন, “টিনু আর সঞ্জু স্যামসন আমাকে বলেছে যে ওরা আমার ফিরে আসায় আমাকে ট্রফি গিফট করতে চায়। কিন্তু আমার নজর স্রেফ মুস্তাক আলি ট্রফির দিকে নয় বরং ইরানি ট্রফি আর রঞ্জি ত্রফি জেতার দিকেও রয়েছে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here