সচিনপুত্র থাকলেও শ্রীসন্থ নেই আইপিএলের নিলামে

0
76

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

আগামী এপ্রিল মাসে শুরু আইপিএল। এবার সেই নিলামের জন্য ১,১১৪ জন ক্রিকেটার এবারের আইপিএল নিলামের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। ৮ দল মিলিয়ে ২৯২ জন ক্রিকেটারের নাম জমা দেওয়া হয়েছে নিলামের জন্য। আগামী বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হতে চলেছে নিলাম। অনেক নতুন আবার অনেক প্রতিষ্ঠিত ক্রিকেটার এবার নিলামের মুখ হতে চলেছে।

IPL Auction | newsfront.co

যেমন ভারতের টেস্ট দলের নির্ভরশীল ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। বহুদিন আইপিএলে মাঠে নামেন নি এবার এই টেস্ট ঘরানার ব্যাটসম্যানকে কেউ নেয় নাকি সেই দিকেই নজর!আইপিএল ২০২১-এ তাঁকে ফের দেখা যেতে পারে। ২৯২জন ক্রিকেটারের মধ্যে রয়েছেন তিনি। নিলামে থাকছেন অস্ট্রেলিয়ায় সিডনি টেস্ট ড্র করার অন্যতম নায়ক হনুমা বিহারী।

আরও পড়ুনঃ চেন্নাই টেস্টে নেই আর্চার

পূজারা নিজের দাম রেখেছেন ৫০ লক্ষ টাকা, হনুমা রেখেছেন ১ কোটি টাকা। আর সচিন তেন্ডুলকারকে নিয়ে কৃষি বিল বিতর্কর মাঝে নিলামে থাকছেন তার পুত্র অর্জুন তেন্ডুলকর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশগ্রহণ করার ফলে আইপিএল নিলামে নিজের নাম তুলতে কোনও অসুবিধা রইল না তাঁর। নুন্যতম ২০ লক্ষ টাকা দিয়ে নিতে হবে এই জুনিয়র ক্রিকেটারকে।

আরও পড়ুনঃ এবার হারলে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া উচিত কোহলিকেঃ পানেসর

এছাড়া হরভজন সিং, কেদার যাদব, স্টিভ স্মিথ, গেলন ম্যাক্সওয়েলের মতো তারকারাও এবার নিলামে থাকছেন স্পট ফিক্সিং কাণ্ডে বিতর্কে জড়ানো নির্বাসন কাটিয়ে ফেরা এস শ্রীসন্থ নিজের নাম নিলামে রাখলেও কেউ তাকে নিতে আগ্রহ দেখাননি ফলে তাকে পাওয়া যাবে না নিলামে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here