অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়া সফরে ভারতকে জেতাতে বড় ভূমিকা নেন ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে ব্যাট ভালো করলেও তার উইকেট দক্ষতা নিয়ে প্রশ্ন আছে।
পন্থকে সমর্থন করে প্রাক্তন ভারতীয় উইকেট কিপার সাবা করিম বলছেন, ”আমরা কিন্তু ঋষভের কিপিং নিয়ে অনেক বেশি সমালোচনা করে ফেলেছি। আসলে এটা এমন একটা স্কিল যেটা আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে বাড়ে। উইকেটকিপিংয়ের সঙ্গে আত্মবিশ্বাসের ঘনিষ্ঠ যোগ রয়েছে। ঋষভের সবচেয়ে ভাল ব্যাপার হল ওর চমৎকার ব্যাটিং দক্ষতা। এই দক্ষতাই তাঁকে উইকেটকিপার হিসেবে পরিণত করবে।“
আরও পড়ুনঃ শাস্ত্রীয় তত্ত্বাবধানে অনুশীলন শুরু টিম ইন্ডিয়ার
মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ টেনে সাবা বলেন, ”আমার মনে পড়ে ধোনির শুরুর দিনগুলোর কথা। যখন ধোনি প্রথম ভারতীয় দলে এসেছিল উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে, তখন ওর কিপিং মোটেই আহামরি ছিল না। কিন্তু ওর ব্যাটিংই ওর কিপিংকে উপকৃত করেছে। দলে একবার পাকা স্থান পাওয়ার পরে ও বুঝতে পেরে গিয়েছিল এবার কিপিংয়ের দক্ষতাও বাড়াতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584