নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
বিসিসিআই সভাপতি হয়েই সৌরভ গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দেন তারা তাঁদের নতুন টিম নিয়ে কাজ করবেন সেই দিকে অনেকটা এগোনো গেলো রাহুল জহুরির পর এবার বিসিসিআইর জেনারেল ম্যানেজার পোস্ট থেকে সরে গেলেন প্রাক্তন ভারতীয় উইকেট রক্ষক সাবা করিম।

সূত্রর খবর তাকে চাপ দিয়ে সরানো হল। করিমের দায়িত্ব ছিল, দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানো। তার পরেই তিনি রাহুল দ্রাবিড়কে এনসিএ-র কোচ করেন। ২০১৮-র জানুয়ারি মাসে দায়িত্বে আসেন সাবা করিম। তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ-র কাছে।
আরও পড়ুনঃ সিডনি টেস্ট ভারত তার জন্য হেরেছিল! ১২ বছর পর স্বীকার করলেন বাকনার
আপাতত তিনি নোটিশ পিরিয়ডে থাকবেন। ততদিন বোর্ড ক্রিকেট অপারেশন বিভাগে নতুন জেনারেল ম্যানেজার খুঁজবে। অফিস বিয়ারাররা এই পদে কাউকে নিয়োগ করতে পারবেন, সেই ক্ষমতা এপেক্স কাউন্সিল দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584