গঙ্গারামপুরে সবলা মেলার সূচনা

0
148

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যদিয়ে সূচনা হল জেলা সবলা মেলা ২০২১। মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলন করে গঙ্গারামপুর ফুটবল মাঠে আয়োজিত সবলা মেলার শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, অতিরিক্ত জেলা শাসক মনীশ ভার্মা,মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ ৷

Sabala Mela | newsfront.co
সূচনা ৷ নিজস্ব চিত্র

এছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপ কুমার দাস, গঙ্গারামপুর পুরসভার প্রশাসক প্রশান্ত মিত্র, বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান অখিলচন্দ্র বর্মণ, গঙ্গারামপুর পুরসভার পুর বোর্ডের সদস্য অমলেন্দু সরকার, রাকেশ পন্ডিত, অশোক বর্ধন, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Sabala Mela2021 | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন সবলা মেলা উপলক্ষে প্রথমে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।শোভাযাত্রাটি গঙ্গারামপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। গঙ্গারামপুরে আয়োজিত জেলা সবলা মেলা চলবে আগামী ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় রয়েছে প্রায় ৫০টি স্টল।স্টলগুলিতে রয়েছে স্বনির্ভর দলের মহিলাদের তৈরি সামগ্রীর প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা।

Warm welcome | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত রাজ্যের মা মাটি মানুষের সরকার আসার পরে রাজ্যের মহিলাদের সাবলম্বী করতে একাধিক প্রকল্পের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।সেইমতো মহিলাদের সাবলম্বী করে তুলতে স্বনির্ভর দলের মহিলাদের দেওয়া হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে চালু হল টাটা-খড়্গপুর লোকাল, স্বস্তি স্থানীয়দের

পাশাপাশি স্বনির্ভর দলের মহিলাদের তৈরী সামগ্রী সাধারণ মানুষের কাছে তুলে ধরতে প্রতিবছর সবলামেলার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে।সেইমতো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে এই প্রথম অনুষ্ঠিত হল সবলা মেলা। চলবে আগামী ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here