গোপীবল্লভপুরে সবলা মেলার সূচনা

0
71

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দফতরের উদ্যোগে ও ঝাড়গ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সবলা মেলার সূচনা হল । আজ থেকে এই মেলা চলবে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত।

inauguration | newsfront.co
সূচনা ৷ নিজস্ব চিত্র

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি নিয়ে ঝাড়গ্রাম জেলার মোট ৮টি ব্লকের ৫০টি স্টল রয়েছে এই মেলায়। গোপীবল্লভপুর ১নং ব্লকের যাত্রা ময়দানে প্রদীপ প্রজ্জ্বলন করে এই মেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস।

আরও পড়ুনঃ ফালাকাটায় আয়োজিত হল গ্রামীণ চিকিৎসকদের কর্মশালা

এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েষা রানী এ, এ ডি এম, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক চূড়ামণি মাহাতো, গোপীবল্লভপুর ১নং ব্লকের বিডিও দেবোজ্যতি পাত্র, গোপীবল্লভপুর গুপ্ত বৃন্দাবনের মহন্ত মহারাজ কৃষ্ণকেশবানন্দ দেবগোস্বামী সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীগন।

উদ্বোধন শেষে জেলাশাসক বলেন, “এবারের জঙ্গলমহল উৎসবের কারিগরী হাট থেকে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে৷ অনেকেই ভাবেন যে এই মেলা গুলো হয়ে কি লাভ হয়! কিন্তু যারা হস্তশিল্পর সঙ্গে যুক্ত বা যে সমস্ত শিল্পীরা এসেছিলেন তারা খুবই খুশি।

আরও পড়ুনঃ অনিশ্চয়তা নিয়ে সরস্বতী প্রতিমা নির্মাণে ব্যস্ত আলিপুরদুয়ারের মৃৎশিল্পীরা

এবছর কোভিড পরিস্থিতিতে তারা কোথাও বিক্রি করতে যেতে পারেননি। তাই সরকারি এই মেলা গুলো থেকে খুবই সুবিধা হয়েছে সেইসব মানুষদের।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here