মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
পদ্ম প্রেমে বিচ্ছেদ। তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত। বৃহস্পতিবার বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপি নেতা। উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী ফিরহাদ হাকিম। ২০১৯ সালের দেবীপক্ষে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। ২০২১-এর দেবীপক্ষে আবারও ঘাসফুল শিবিরে ফিরলেন তিনি।
পুরনো দলে ফিরে এসে তিনি বললেন, ‘‘আমি ভুল বোঝাবুঝির জন্যই ২০১৯ সালে দল ছেড়েছিলাম। আমায় আবার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন, পার্থদা, ববিদা সকলেই আমায় গ্রহণ করেছেন। এর জন্য আমি কৃতজ্ঞ।” সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দেওয়া সব্যসাচী দত্ত আরও বলেন, এবার থেকে দল যেভাবে বলবে সেভাবেই তিনি কাজ করবেন।
গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত থাকলেও বারবার নানা ইস্যুতে দলবিরোধী মন্তব্যের অভিযোগ উঠছিল সব্যসাচীর বিরুদ্ধে। বুধবার লখিমপুর খেরির ঘটনা নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। এদিন তৃণমূল-সহ বিরোধী দলের নেতৃত্বদের লখিমপুর যাওয়ার অনুমতি না দেওয়ার বিরুদ্ধেও সরব হন সব্যসাচী।
আরও পড়ুনঃ শ্রীনগরে স্কুলে ঢুকে হামলা চালাল জঙ্গিরা, মৃত দুই শিক্ষক
মঙ্গলবার লখিমপুরের ঘটনায় যোগী আদিত্যনাথের পদক্ষেপকে সমর্থন করেছিলেন দিলীপ ঘোষ। বলেছিলেন, ‘‘এক্ষেত্রে ১৪৪ ধারা জারি করে প্রশাসন সঠিক পদক্ষেপই করেছে।’’ এরই প্রতিবাদে বুধবার সরব হন সব্যসাচী দত্ত।
আরও পড়ুনঃ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি
তিনি বলেন, ‘‘কোনও আন্দোলনকে দমিয়ে দেওয়া পদ্ধতি হতে পারে না। এটা একটা গণতান্ত্রিক দেশ, এখানে তালিবান শাসন হয় না।” সব্যসাচীর এই মন্তব্যের পর থেকেই তাঁর তৃণমূলে ফেরা জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। আজ বৃহস্পতিবার বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সব্যসাচী দত্ত স্বয়ং সব জল্পনার অবসান ঘটিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584