মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
উৎসবের মরশুমকে কাজে লাগিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে নানারকম সামাজিক বার্তা দিচ্ছে বিভিন্ন সংস্থা। এর মধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপন নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কিত বিজ্ঞাপনগুলির মধ্যে সম্প্রতি অন্তর্ভুক্ত হয়েছে বাংলার পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের মঙ্গলসূত্রের একটি বিজ্ঞাপন। দিন কয়েক আগে পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের তৈরি করা মঙ্গলসূত্রের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। এরপরই শুরু হয় বিতর্ক।
অনেকের মতে এই বিজ্ঞাপন আসলে মঙ্গলসূত্রের নয়, এটি অন্তর্বাসের বিজ্ঞাপন। কারণ মঙ্গলসূত্রের এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে মডেল অন্তর্বাস পড়ে রয়েছেন। আর সেখানেই আপত্তি নেটিজেনদের। শুধু নেটিজেনরা নয়, আপত্তি রয়েছে বিজেপিরও। খোলামেলা পোশাকের কারণে বিজ্ঞাপনটিকে ‘অশ্লীল’ বলে দাবি করে গেরুয়া শিবির।
নেটিজেনদের সমালোচনায় গুরুত্ব না দিলেও বিজেপি-র মন্ত্রীর কাছে মাথা নোয়াতেই হল বাংলার পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়কে। ‘বিতর্কিত’ ওই মঙ্গলসূত্রের বিজ্ঞাপনটি নিজের অ্যাকাউন্ট থেকে ‘ডিলিট’ করে দিলেন তিনি।
শুধু তাই নয়, ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে ওই বিজ্ঞাপনটি মুছে ফেলার কারণ হিসাবে তিনি লিখেছেন, ‘‘আমরা ভেবেছিলাম, আমরা ভারতীয় সমাজ এবং তার সংস্কৃতিকে উদযাপন করছি। কিন্তু তা যে সমাজের একাংশের অসন্তোষের কারণ হয়ে দাঁড়াবে তা বুজতে পারিনি। এরজন্য আমরা দুঃখিত। তাই আমরা ওই বিজ্ঞাপনটি ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছি।’’
এই বিজ্ঞাপন নিয়ে রবিবার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র পোশাক শিল্পীকে রীতিমতো হুমকি দেন বলে সূত্রের খবর। বিজেপির ওই মন্ত্রী এদিন সব্যসাচীকে সতর্ক করে টুইট করেন।
আরও পড়ুনঃ মামলা সরানোর ‘ক্যাট’-এর রায় আবারও খারিজ, কলকাতা হাইকোর্টের পর এবার উত্তরাখন্ড হাইকোর্টে
টুইট তিনি লেখেন, ‘পোশাক শিল্পীর পোস্ট করা ওই বিজ্ঞাপনটি আমার নজরে এসেছে। সত্যিই যথেষ্ট আপত্তিকর এই বিজ্ঞাপন। ধর্মীয় বিশ্বাসেও এই বিজ্ঞাপন আঘাত হানে। মঙ্গলসূত্রের হলুদ অংশ পার্বতীর প্রতীক, আর কালো অংশ শিবের প্রতীক, এটা আগে জানা জরুরী। মঙ্গলসূত্র পরা হয় বৈবাহিক সুখী জীবনের জন্য। এর আগেও আমি এই ধরনের বিজ্ঞাপনে আপত্তি জানিয়েছিলাম। তবে এবার আমি সতর্ক করছি। ২৪ ঘন্টা সময় দিলাম ওই সব্যসাচীকে। তার মধ্যে বিজ্ঞাপনটি সরিয়ে না নিলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’ মন্ত্রীর এই ধরনের টুইটের পরেই বিজ্ঞাপনটি নিজের অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেন পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584