উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরানো হল সচিনকে

0
77

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

শচীন পাইলটকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরিয়ে দিল কংগ্রেস। কংগ্রেস সূত্রে আরও জানা গেছে যে তাঁর অনুগামী ৩ মন্ত্রীকেও পদ থেকে সরানো হয়েছে।

 

সাম্প্রতিক রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের দ্বন্দ্ব ক্রমশই খবরের কাগজের শিরোনাম হয়ে উঠেছিল। এতে যেমন দলের অভ্যন্তরে বাড়ছিল অস্বস্তি তেমনি সর্বভারতীয় স্তরে ভুল বার্তা যাচ্ছিল।

 

তাৎপর্যপূর্ণভাবে গতকালের পর আজও মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ডাকা বিধায়কদের বৈঠকে অনুপস্থিত ছিলেন শচীন পাইলট সহ তাঁর অনুগামী ২২ বিধায়ক। তবে কংগ্রেস ও তাঁর জোট সঙ্গীদের ১০২ জন বিধায়ক উপস্থিত ছিলেন। আজকে বৈঠকেই পাইলট ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। তারপরই কংগ্রেস হাইকম্যান্ড পাইলট ও তাঁর অনুগামীদের বরখাস্ত করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here