নিজের যন্ত্রণা প্রকাশ করতে প্রয়োজন সাহস, খোলা চিঠিতে জানালেন সচিন

0
97

মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ

sachin tendulkar revealed a letter | newsfront.co
ছবিঃ টুইটার

ছ’বছর আগে নভেম্বরে বাইশ গজকে আলবিদা জানিয়ে ছিলেন মাস্টার ব্লাস্টার। আবার এই সপ্তাহই আন্তর্জাতিক পুরুষ সপ্তাহ। এই উপলক্ষে দেশের সমস্ত পুরুষদের উদ্দ্যেশ্যে তিনি লিখলেন খোলা চিঠি এবং তাতে তিনি জানিয়ে দিলেন পুরুষের কান্নায় কোনও সমস্যা নেই।

sachin tendulkar revealed a letter | newsfront.co
সচিনের খোলা চিঠি। চিত্র সৌজন্যঃ টুইটার

চিঠিতে শচীন জানান, ‘‘তোমরা শিগগিরি বাবা ও স্বামী হবে। ভাই ও বন্ধু হবে। মেন্টর ও শিক্ষক হবে। তোমরা সাহসী ও শক্তিশালী হবে। নির্ভীক ও স্থিতিস্থাপক হবে।” তিনি বলেন তোমার কাঁদতে ইচ্ছে করবে। ইচ্ছে করবে সবটা বাইরে বের করে দিতে।

কিন্তু নিশ্চিত ভাবেই তুমি কান্নাকে চেপে রেখে শক্ত হওয়ার ভান করবে। কেননা তেমনটাই পুরুষরা করে থাকে। কেননা এটাই আমাদের বিশ্বাস করানো হয় যে, পুরুষদের কাঁদতে নেই। কান্না পুরুষকে দুর্বল করে দেয়। আমিও এটা বিশ্বাস করেই বড় হয়েছি।

নিজের কান্নাকে দেখানোর মধ্যে কোনও লজ্জা নেই। কেন নিজের সেই অংশটা দেখাব না, যেটা আমাকে আরও শক্তিশালী করে তুলেছে? কেন তোমরা কান্না লুকোবে?” নিজের জীবনের শেষ ক্রিকেটের দিনের কথাও তুলে ধরেন চিঠিতে। নিজের যন্ত্রনা ও দুর্বলতাকে প্রকাশ করতে সাহস লাগে যা নিজেকে কঠিন ও উন্নত করে তুলবে বলে মত শচীনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here