অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আজ ২৫ ডিসেম্বর, বিশেষ দিন। ক্রিসমাস বা বড়দিন। এই বিশেষ দিনে সান্টাক্লজ সেজে ক্রিসমাসের শুভেচ্ছা জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর। আজ সকালে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন লিটল মাস্টার, তাতে তাঁকে সান্টা সেজে ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে। ভক্তদের এই উত্সব বিশেষ সমারোহে পালন করার বার্তাও দিয়েছেন তিনি।
শুভেচ্ছাবার্তা দিয়ে ক্যাপশনে শচীন লিখেছেন, “সবাইকে বলছি! ক্রিসমাস সবসময় একত্রিত হওয়ার এবং কিছু দেওয়ার জন্য। আসুন আমরা আমাদের চারপাশের লোকদের জন্য এমনকি ছোটো করে হলেও এই দিন বিশেষ করে তুলি। এর মধ্যে ধন্য হওয়ার বিষয় আছে।”
Merry Christmas everyone! 🎄
Christmas has always been about togetherness and giving.
Let's make it special for the people around us, even in the smallest of ways. Have a blessed one. pic.twitter.com/jZI32o9jOj— Sachin Tendulkar (@sachin_rt) December 25, 2020
বড়দিন বা ক্রিসমাস খ্রিস্টানদের বাৎসরিক উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উত্সব পালিত হয়। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কি না তা জানা যায় না। বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু।
আরও পড়ুনঃ নতুন নির্বাচক প্রধান চেতন শর্মা, এলেন কুরুভিল্লা-মোহান্তি
সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়। রোমের প্রথম খ্রিস্টান রাজা কনস্ট্যানটাইন এই দিনটি যীশুর জন্মদিন হিসেবে পালন করার প্রথম নির্দেশ দেন। কয়েক বছর পরে পোপ জুলিয়াস মেনে নেন কনস্ট্যানটাইনের বিধান। সেই থেকে ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ, ২৫ ডিসেম্বর ক্রিসমাস এবং ২৬ ডিসেম্বর বক্সিং ডে হিসেবে পালন হয়ে আসছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584