গ্লেন ম্যাকগ্রার ফাউন্ডেশনের পাশে সচিন তেন্ডুলকর

0
47

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

মাঠে তাঁদের দুজনের লড়াইটা ছিল সেয়ানে সেয়ানে আর এবার সেই গ্লেন ম্যাকগ্রার নামে ফাউন্ডেশনকে সাহায্য করতে এগিয়ে এলেন সচিন তেন্ডুলকর। ‘দ্য ম্যাকগ্রা ফাউন্ডেশন’ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তদের সাহায্য করে থাকে।

Sachin Tendulkar | newsfront.co

প্রত্যেক বছর সিডনিতে ‘পিঙ্ক টেস্ট’ খেলে অস্ট্রেলিয়া। ম্যাকগ্রার ফাউন্ডেশনের জন্যই বছরের প্রথম টেস্ট ‘পিঙ্ক টেস্ট’ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ায়।

এবার দর্শক হিসেবে এই টেস্টের ভার্চুয়াল পিঙ্ক সিটের টিকিট এক মিলিয়ন ডলার দিয়ে কিনলেন সচিন তেন্ডুলকর। শুধু তাই নয়, তাঁর সই করা ভারতীয় টেস্ট দলের জার্সিও ম্যাকগ্রার হাতে তুলে দেন সচিন। তাঁর এই জার্সি উঠবে নিলামে। নিলাম থেকে ওঠা অর্থও তুলে দেওয়া হবে ফাউন্ডেশনের হাতে।

আরও পড়ুনঃ চতুর্থ টেস্ট আমাদের গাব্বাতে বললে আমরা সেখানেই খেলব-ভারতকে খোঁচা পেইনের

তেন্ডুলকর টুইট করে জানান, ‘‘আমি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত মানুষদের সাহায্য করতে পেরে খুব খুশি। অনেক দিন পরে গ্লেন ম্যাকগ্রার সঙ্গে দেখা করতে পেরে দারুণ লাগছে। শুভেচ্ছা জানাই তাঁকে আর তাঁর ফাউন্ডেশনের সদস্যদের। বিশেষ করে সেইসব নার্সদের, যাঁরা এই মহান উদ্যোগের মূল স্তম্ভ।“

আরও পড়ুনঃ ঘোষিত সিডনি টেস্টে ভারতের একাদশ, মায়াঙ্কের জায়গায় দলে রোহিত

গ্লেন ম্যাকগ্রা এই প্রসঙ্গে বলেন, ‘‘পিঙ্ক টেস্ট বর্তমানে বেশ জনপ্রিয়। আমরা সবসময়ই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তদের পাশে থাকি। আর এই সাহায্যটা আমাদের খুব দরকার ছিল। কিন্তু অন্যান্য বছরের থেকে এবারের পিঙ্ক টেস্ট একেবারে আলাদা। এবছর বেশি দর্শক থাকতে পারবেন না। আমাদের স্বেচ্ছাসেবকরাও দর্শকদের থেকে অনুদান তুলতে পারবেন না।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here