দুঃস্থ শিশুদের পাশে মানবিক সচিন

0
75

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

বহু বছর ধরেই দুঃস্থ শিশুদের পাশে দাঁড়িয়েছে সচিন তেন্ডুলকরের চ্যারিটি সংস্থা৷ এবার দরিদ্র শিশুদের চিকিৎসার সাহায্যে হাত বাড়ালেন ক্রিকেট ঈশ্বর নিজে। অসমের একটি চ্যারিটি হাসপাতালে মেডিক্যাল সরঞ্জাম দান করলেন লিটল মাস্টার৷ এই হাসপাতালে দু’হাজার দরিদ্র শিশুর চিকিৎসা পাবে৷

sachin tendulkar | newsfront.co

ভারতের কিংবদন্তি এই প্রাক্তন ক্রিকেটার ইউনিসিফের গুডউইল অ্যাম্বাসাডর৷ অসমের করিমগঞ্জ জেলার মাকুন্দা মেডিক্যাল সরঞ্জাম হিসেবে পেডিয়েটিক ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং নেওনাতাল ইনটেনসিভ কেয়ার ইউনিট দান করলেন সচিন।

আরও পড়ুনঃ ভারতীয় পেস বোলিংকে হুঙ্কার স্মিথের

তেন্ডুলকর ফাউন্ডেশন মধ্যপ্রদেশে তপশিল সম্প্রদায়ের জন্য পুষ্টিকর খাবার এবং নর্থ-ইস্টে পিছিয়ে পরা সম্প্রদায়ের সাহায্যের বাড়িয়ে দিয়েছে৷ এবার দরিদ্র শিশুদের চিকিৎসার জন্য সাহায্যে এগিয়ে এলেন লিটল মাস্টার।

মাকুন্দা হাসপাতালের পেডিয়েটিক সার্জেন ডক্টর বিজয় আনন্দ ইসামেইল কিংবদন্তি ব্যাটসম্যান সচিন কে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের সাহায্যে একাম ফাউন্ডেন আমাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ এর ফলে এলাকার প্রচুর দরিদ্র শিশুর উপকার হবে৷”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here