অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক সচিন রমেশ তেণ্ডুলকার। টেস্ট-ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক। পাকিস্তানের বিপক্ষেই মাস্টার ব্লাস্টার ৭টি সেঞ্চুরি করেছেন। সচিনের এই সেঞ্চুরিগুলোর মধ্যে কোনটা সেরা তা নিয়ে কিংবদন্তী ক্রিকেটাররা এক একজন এক একটা নির্বাচন করেন। এবার পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার ইনজামাম-উল-হক ও মাস্টার ব্লাস্টারের সেরা সেঞ্চুরি কোনটা সেটা নির্বাচন করলেন প্রাক্তন পাক অধিনায়ক। তিনি মনে করেন যে, ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা সচিনের ইনিংসটিই তার দেখা সেরা।
আরও পড়ুনঃ শাস্ত্রী মন্তব্যে রোহিত, ইশান্তের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে সংশয়
ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিনের ইউটিউব শো ‘ডিআরএস উইথ অ্যাশ’ অনুষ্ঠানে সেঞ্চুরিয়নে সচিনের সেই ইনিংসটি নিয়ে ইনজামামকে প্রশ্ন করেন রবিচন্দ্রন অশ্বিন। এর উত্তরে তিনি বলেন, “আমি সচিন পাজিকেও এই প্রশ্নটা করেছিলাম। আমি আপনাকেও একই কথা জিজ্ঞাসা করছি। ২০০৩ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ছিল।
পাকিস্তান প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস গড়ে তোলে। আনোয়ার সেঞ্চুরি করেন। তবে তারপর শেহবাগ আর সচিন পাজি দারুণ খেলে এবং ভারত ম্যাচটা জিতে যায়। ম্যাচের মাঝে আপনার কি মনে হয়েছিল যে, ভারতকে হারানোর পক্ষে যথেষ্ট ছিল পাকিস্তানের ইনিংস? নাকি কম মনে হয়েছিল?”
আরও পড়ুনঃ ডার্বিতে মোহনবাগানকে এগিয়ে রাখছেন বাইচুং
সচিনের ৭৫ বলে ৯৮ রানের ইনিংসটিই পাকিস্তানের থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যায়। ইনজামাম বলেন, “দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে ম্যাচ। পরিবেশ পেসারদের অনুকূল ছিল। আমাদের দলে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের মতো বোলার ছিল। সুতরাং আমরা ভেবেছিলাম যে, জয়ের জন্য আমাদের হাতে যথেষ্ট রান রয়েছে।
আমি বহুবার সচিনকে ব্যাট করতে দেখেছি। তবে সেই ম্যাচে সচিন যেভাবে ব্যাট করে, আগে কখনও সেরকম দেখিনি। সেখানকার পরিবেশে আমাদের পেসারদের সে যেভাবে সামলেছিল, এককথায় অসাধারণ পেস অনুকূল উইকেট সেখানে আমাদের বোলিংকে কোনো সুযোগই দিল না ওই ম্যাচ হারার পর আমাদের দেশে ক্রিকেটারদের নামে বিক্ষোভও হয়।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584